সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গাঁধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানের মেয়াদ বাড়াতে নারাজ হাইকোর্ট (Calcutta High Court)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ২০১৪-র প্রাথমিকের প্রায় ৫০ জন চাকরিপ্রার্থী ২ মাসের জন্য ধর্না চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। ধর্নার মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য।
বিক্ষোভের মেয়াদ বাড়াতে নারাজ হাইকোর্ট: গত ৬ সেপ্টেম্বর অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে নতুন করে পুলিশের কাছে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। ৮ সেপ্টেম্বর আবেদন জানান করেন চাকরিপ্রার্থীরা। ১৩ সেপ্টেম্বর অনুমতি দেয় পুলিশ। ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচদিনের জন্য অবস্থান বিক্ষোভে বসেন দক্ষিণ ২৪ পরগনার ২০১৪-র প্রাথমিকের চাকরি প্রার্থীরা। বিক্ষোভের মেয়াদ বাড়ানোর আবেদনে এবার সাড়া দিল না হাইকোর্ট (Calcutta High Court)।
বোধন থেকে বিসর্জন হয়ে লক্ষ্মীপুজোও শেষ। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/district/wb-medical-council-vote-chaos-continued-over-west-bengal-medical-council-polls-926999" data-type="interlinkingkeywords">পুজোর আনন্দে গা ভাসিয়েছে গোটা রাজ্য। এখনও বজায় রয়েছে উৎসবের মেজাজ। সামনেই কালীপুজো। আলোর মালায় সাজবে শহর থেকে শহরতলি। কিন্তু আন্দোলনরত চাকরি প্রার্থীদের (Job Seekers Agitation) দুর্গতির শেষ নেই। উৎসবের শহরে কান্নার রোল। কিন্তু, ওঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন। গোটা রাজ্য ঝলমলে আলোয় আলোকিত হয়েছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করছেন। কিন্তু, আন্দোলনকারী এই চাকরিপ্রার্থীদের আরও একটা পুজো কেটেছে অনিশ্চয়তার অন্ধকারেই। মাতঙ্গিনী হাজরার পাদদেশে ১১৪ দিন অবস্থান আন্দোলন করছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। প্রশ্ন উঠছে, আর কতদিন? চাকরির জন্য আরও কতদিন এভাবেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় কাটাতে হবে? হকের চাকরির জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে? কবে ঘুচবে বেকারত্বের জ্বালা? যত দিন যাচ্ছে তত জোরাল হচ্ছে এই প্রশ্ন।