সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিক TET’এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা। তবে নিয়োগের বিষয়টি নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর। গতকাল এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে, হাইকোর্ট চত্বরে আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন SSC’র চাকরিপ্রার্থীদের একাংশ! বৃহস্পতিবারের বিক্ষোভের নেপথ্যে তৃণমূলকে দায়ী করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।


বিকাশকে আক্রমণ তৃণমূলনেত্রীর - তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী আক্রমণ শানিয়ে বলেছিলেন, 'রোজ সিপিএমের বিকাশবাবু, তিনি হয়েছেন চাকরি জন্য,ওনার বিপরীত নামটা বলুন, বিকাশের বিপরীত নাম, আমি বলব না। রোজ গিয়ে বলছে, এটা কেটে দাও, ওটা কেটে দাও, দেখাচ্ছে আহা রে, সাধু পুরুষ। ভাজা মাছটা উল্টে খেতে জানে না।' আর বিক্ষোভের পরে তাই আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, 'এটা তৃণমূল করাচ্ছে, অবৈধ ভাবে বেআইনি চাকরিগুলো অতিরিক্ত শূন্যপদ তৈরি করে মান্যতা দিতে চাইছে। যোগ্য চাকরিপ্রার্থীরা তার বিরোধীতা করছেন এবং করবেন।' প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক চাপানউতোর চলবেই। কিন্তু যোগ্যরা যাতে সকলে চাকরি পান, সেটাই দেখার।


নিয়োগ মামলায় নির্দেশ - প্রাথমিক TET’এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও, তিনি এও জানিয়েছেন নিয়োগের বিষয়টি নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর।


নামবিভ্রাট ঘিরে হালকা আবহ - এদিকে ২০১৪’র TET উত্তীর্ণদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, সুজন চক্রবর্তীর নাম থাকা প্রসঙ্গে  প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, নাম বিভ্রাট হয়নি। সবাই TET-এর আসল পরীক্ষার্থী। দু’জন দিলীপ ঘোষ, একজন সুজন চক্রবর্তী, গৌতম পাল ৩ জন। অমিত শাহ, পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এরা সবাই পরীক্ষার্থী। এ’কথা শোনার পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসতে হাসতে বলেন, তাহলে এখন আমাদের তিন জন দিলীপ ঘোষ। SSC ও প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন খুব ভাল কাজ করছে।


আরও পড়ুন- ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’ : বিচারপতি বিশ্বজিৎ বসু