কলকাতা: হাইকোর্ট চত্বরে তরুণী সাংবাদিকের ওপর হেনস্থার অভিযোগ উঠল। সাংবাদিককে হেনস্থা, নিগ্রহ এমনকী তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। চিত্র সাংবাদিককেও হেনস্থা করা হয় বলে দাবি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী।
ফের আক্রান্ত সংবাদমাধ্য়ম। হাইকোর্ট চত্বরে আক্রান্ত হলেন সাংবাদিক। বঙ্গ-টিভি নামে একটি ইউটিউব চ্য়ানেলের মহিলা সাংবাদিককে কটূক্তি, নিগ্রহ, হেনস্থার অভিযোগ উঠল বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। রোজিনা রহমান নামে এই সাংবাদিকের অভিযোগ, শুক্রবার হাইকোর্টের বি গেটের কাছে, বেশ কয়েকজন আইনজীবী তাঁকে ঘিরে ধরেন। দলে ছিলেন মহিলা আইনজীবীরাও। অভিযোগ, দীর্ঘ সময় আটকে রাখা হয় তাঁকে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। চিত্র সাংবাদিককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। রোজিনা রহমান বলেন, "আইনজীবীদের জমায়েত শুরু হতে কিছু জন আইনজীবী এসে আমার ক্যামেরা পার্সনকে বলছে এই তুই আমাদের ভিডিও তুলেছিস। তাঁর কলার ধরে মারধর করে। আমি ছুটে গেছি। আমাকে ঘিরে ধরে। আমার ফোন কেড়ে নেয়। আমাকে খুব হেনস্থা করা হয়।'' কিন্তু কী কারণে এই হামলা? আক্রান্ত সাংবাদিক জানান, "আমি সরকারের বিরোধিতা করি। তাই, আমাকে টার্গেট করা হয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনা করি। তাই উদ্দেশ্য়প্রণোদিতভাবে টার্গেট।'' ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী সাংবাদিক। এদিকে অভিযোগপত্রের কপি X হ্য়ান্ডলে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্ট চত্বরে এই ঘটনার নিন্দা করে তিনি লিখেছেন, আশা করি হেয়ার স্ট্রিট থানা বিষয়টি সঠিকভাবে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শনিবার বয়ান রেকর্ডের জন্য় থানায় ডাকা হয় তরুণী সাংবাদিককে। পুলিশের তরফে জানানো হয়েছে, সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে কলকাতার বুকে ফের আক্রান্ত হলেন প্রোমোটার। তোলা দিতে অস্বীকার করায় এলাকারই কিছু অসামাজিক যুবকদের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। ট্যাংরার শীল লেনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার। প্রোমোটারের অভিযোগ অনুযায়ী, সেই সময়ই, তাঁর অফিসে এসে জড়ো হয় অভিযুক্তদের দলবল। তাঁর কাছে ২ লক্ষ টাকা চাওয়া হয়। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বেধড়ক মার।
আরও পড়ুন: Kolkata Promoter Attack: তোলা দিতে অস্বীকার করায় জুটল মার! ফের আক্রান্ত প্রোমোটার