কলকাতা: পর্ষদের (West Bengal Board of Primary Education) পেশ করা নথি ফেরত পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়ার মেধাতালিকা সংক্রান্ত নথি। ২০১৬, ২০২০ সালের প্রাথমিকের মেধাতালিকা সংক্রান্ত নথি ফেরাল হাইকোর্ট। ‘নম্বর বিভাজন-সহ তালিকা পেশ করা হয়নি। এই মুহূর্তে এই তালিকার কোনও গ্রহণযোগ্যতা নেই’ পর্ষদের পেশ করা নথি ফেরত পাঠিয়ে এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। ‘আদালতের (Calcutta High court) নির্দেশ ছাড়া পেশ করা নথি নষ্ট করা যাবে না। এই মামলার সঙ্গে যুক্ত কোনও নথিই নষ্ট করা যাবে না’ বলেও জানায় হাইকোর্ট।
আগামী ১৭ অগাস্ট পর্ষদকে মেধাতালিকা (Merit List) পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High court)। পার্থর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ঘনিষ্ঠদের চাকরি সংক্রান্ত নথি যাচাইয়ের নির্দেশ রয়েছে। পাশাপাশি পার্থর (Partha Chatterjee) দেহরক্ষী-ঘনিষ্ঠ ১০জনের চাকরি সংক্রান্ত নথি যাচাই করার নির্দেশও দেওয়া হয়। ‘পর্ষদের অফিসে বসেই নথি যাচাই করবেন মামলাকারী, পর্ষদের আইনজীবীরা’ এই মর্মে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বম্ভর-ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ হাইকোর্টের Calcutta High court)। জিজ্ঞাসাবাদ শেষ হয়নি, ওই দিন যেন শুনতে না হয়, সিবিআইয়ের (cbi) উদ্দেশে বললেন বিচারপতি ।
এদিন প্রাথমিক নিয়ে মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, ‘আমিও পর্ষদের হয়ে কাজ করেছি, বিকাশ ভট্টাচার্যের সঙ্গে মামলা করেছি। তারপরে কী যে হল, সিআরপিএফ (CRPF) ঢোকাতে হল। যে বাড়ির আনাচকানাচ আমি চিনি, কে কোথায় বসে আমি জানি । তারপরে কী যে হল, সিআরপিএফ (CRPF) ঢোকাতে হল, খারাপ লাগে। তখন স্বচ্ছতা ছিল, দুর্নীতি ছিল না ।
এ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মন্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান কমিটি ভাল। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতো ভাল ব্যক্তি আছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) বর্তমান সভাপতিও ভাল। পুরসভার কোনও চেয়ারম্যানের মতো নন বর্তমান সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। অভিযোগ শোনার জন্য নতুন সেল খোলা হয়েছে, এটা ভাল।’