রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: 'চা শ্রমিক (Tea Garden Worker) তুমি কেমন আছ?' নতুন উদ্য়োগ (initiative) এসজেডিএ-র চেয়ারম্যানের (SJDA Chairman)। সামনে পঞ্চায়েত নির্বাচন (panchayat election)। রাজনৈতিক মহলের দাবি, সেই নির্বাচনকেই পাখির চোখ করে চা বলয়ে এই উদ্য়োগ নিয়েছেন সৌরভ চক্রবর্তী যিনি কিনা ওয়েস্ট বেঙ্গল টি ডিরেক্টরটের (West Bengal Tea Directorate) সদস্য়ও বটে।


কী করছেন?
চা বাগানে যাচ্ছেন এসজেডিএ-র চেয়ারম্যান। শ্রমিক মহল্লায় গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনছেন। চা-শ্রমিকরা কেমন আছেন, কী ভাবে দিন কাটাচ্ছেন সবটা জানছেন চা বাগানে ঘুরে ঘুরে। এই সব খোঁজ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে জানাবেন সৌরভ। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের আগে ওয়েস্ট বেঙ্গল টি ডিরেক্টরটের সদস্য়ের এমন উদ্যোগের পিছনে কিছু নির্দিষ্ট ভাবনা রয়েছে। তৃণমূলের এই নতুন কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আর দুদিন পর চা বাগানের শ্রমিক মহল্লা নেতাদের চা গাছের সঙ্গে বেঁধে রেখে দেবেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তিনি লুঠ ও কাটমানির অভিযোগ এনেছেন। তাঁর কথায়, 'চা বাগানের শ্রমিকেরা চির কাল তৃণমূলের দাদাগিরি,গুণ্ডাগিরি, ভাঁওতাবাজির বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে। তার পরই আমাদের বিধায়ক-সাংসদ নির্বাচিত হয়েছে। ভবিষ্যতেও তাই হবে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের ওঁদের দলের লোকজনই চা বাগানে ঢুকতে দেন না। ওঁরা আগে ঠিক করুন কোন বাগানে যাবেন আর কোনটাতে যেতে পারবেন না।' প্রসঙ্গত, দাবি আদায়ের জন্য রাজ্যের সিপিএম, বিজেপি ও তৃণমূল সংগঠনের চা শ্রমিকরা একসঙ্গে আন্দোলন করেছেন এমন নজিরও রয়েছে সাম্প্রতিককালে।


একযোগে আন্দোলন...
গত জুনেই তিনটি আলাদা দলের চা শ্রমিকদের সংগঠন দাবি আদায়ের জন্য একসঙ্গে আন্দোলন করে। কোচবিহারের মাথাভাঙার ডুলুং চা বাগানে  শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একসঙ্গে বিক্ষোভ দেখায় তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠন। তিন দলের শ্রমিক সংগঠনের একযোগে আন্দোলন রাজ্য রাজনীতিতেই বিরল ঘটনা, মেনে নিয়েছিলেন পোড়খাওয়া রাজনীতিবিদরাও। যদিও সংগঠনগুলি জানায়, শ্রমিক-স্বার্থেই একযোগে আন্দোলনের একযোগে আন্দোলনের সিদ্ধান্ত। বস্তুত, রাজ্যে চা-শ্রমিকদের দুর্গতি নিয়ে নানা অভিযোগ মাঝেমধ্যেই খবরে এসেছে। কিন্তু তার পরও ছবিটা খুব বেশি বদলায়নি বলেই দাবি সিংহভাগের। সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে? বলবে সময়।  


আরও পড়ুন:অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ