ব্রতদীপ ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্য়ায়, ঝিলম করঞ্জাই: একের পর এক মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন। মানুষের জন্য় কাজ করছেন বলে বার্তা দিয়েছেন বার বার। তাই হাইকোর্ট চত্বর থেকে বইমেলা, যেখানেই গিয়েছেন, তাঁকে ঘিরে ভিড় জমতে দেখা গিয়েছে। উন্মাদনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। পোস্টার-ফ্লেক্স পড়েছে তাঁর নামে। উঠেছে জয়ধ্বনিও। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি করে তাই একরকম ভাবে 'ভক্তের ভগবান' হয়ে উঠেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর এজলাস থেকে মামলা সরায়, এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতি (SSC Case)।
একাধিক বার 'ভগবান' সম্বোধন শুনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
বিপদে পড়লে এমনিতেই ঈশ্বরের খোঁজ করেন সাধারণ মানুষ। তেমনই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় এবং পর্যবেক্ষণের জেরে অনেকের কাছেই কার্যত ভগবানের উচ্চতায় পৌঁছে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কখনও এজলাসে, কখনও আবার মাঠে-ময়দানে, 'ভগবান' সম্বোধন শুনেছেন বিচারপতি তিনি। তাঁর নির্দেশে, কর্মজীবনের বকেয়া পান, হাওড়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্যামলী ঘোষ। ওই রায়ের পর, ভরা এজলাসে বিচারপতিকে ভগবান বলেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
কখনও আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পড়েছে ফ্লেক্স। কখনও পুজোর অনুষ্ঠানের মঞ্চে জায়গায় করে নিয়েছে তাঁর নাম।
চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ছবি দেওয়া পোস্টারে টোটো সাজিয়েছিলেন শান্তিনিকেতনের এই টোটো চালক। সেখানে লেখা ছিল, "আপনি আমাদের ভগবান।" বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দু'টি মামলা থেকে সরানোর যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ওই টোটোচালক।
আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay : 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও' মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আন্দোলন করতে গিয়ে, পুলিশের কামড়ে আহত হন চাকরিপ্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোয়, আক্ষেপ তাঁর গলাতেও। বলেন, "উনি আমাদের অভিভাবক। আমাদের পথপ্রদর্শক। উনি চলে যাওয়ায় অসহায় বোধ হচ্ছে।" বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলে চাকরি পেয়েছেন রায়গঞ্জের সংযুক্তা রায়। তাঁর গলাতেও আক্ষেপের সুর। বলেন, "খুবই দুঃখ এটা আমার কাছে, উনি আমার কাছে বিশেষ স্থানের অধিকারী।"
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর প্রতিবাদ অনেকের
একই কথা বলছেন ঢাকুরিয়ার প্রিয়াঙ্কা সাউও। তিনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলে চাকরি পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের জন্য় যাঁরা দীর্ঘ অপেক্ষার পর, সুবিচার পেয়েছেন, আজ তাঁদের মন ভারী।