কলকাতা: রাজনীতিতে নামছেন বলে ঘোষণার পর থেকেই জল্পনা চলছিল। গেরুয়া শিবিরের দিকেই তিনি ঝুঁকে রয়েছেন বলেও খবর আসে। শেষ পর্যন্ত মঙ্গলবার সেই জল্পনায় সিলমোহর দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে পদত্যাগ করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৭ মার্চ তিনি আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দিচ্ছেন বলে জানালেন। কেন BJP-কে বাছলেন, কেন সিপিএম বা কংগ্রেসকে নয়, তারও জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের চেম্বারে গিয়েও পদত্যাগপত্রের প্রতিলিপি জমা দেন। এর পর দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP-তে যাওয়ার কথা ঘোষণা করেন। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাই BJP-তে যাচ্ছেন বলে জানান।
নিয়োগ দুর্নীতির একের পর এক মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়া থেকে তৃণমূল নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ, সেই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে পিছপা হয়নি তৃণমূল। তিনি বামপন্থী এমন কটাক্ষও শোনা যায়। বিচারপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেও জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে, তৃণমূল ছাড়া বাকি যে কোনও দলেই যেতে পারেন তিনি।
আরও পড়ুন: Abhijit Gangopadhyay: 'আমি BJP-তে যোগ দিচ্ছি', ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
কিন্তু সিপিএম বা কংগ্রেসে কেন গেলেন না, BJP-কে কেন বাছলেন এদিন প্রশ্ন করা হয়। জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি ধর্মে বিশ্বাস করি। ঈশ্বরে বিশ্বাস করি আমি। তাই সিপিএম-এ যোগ দিইনি। কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল। তাই সেখানে যাওয়ার প্রশ্ন নেই। তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে, আর বেশি দিন নেই।"
BJP-তে যাওয়ার সিদ্ধান্ত কি একান্তই তাঁরই, নাকি BJP-র তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হয়? প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমিও বিজেপি-র কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। বিজেপি-ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রধানমন্ত্রী অত্যন্ত ভাল মানুষ। খুবই পরিশ্রমী। উনি আমাদের দেশের উন্নয়নের জন্য চেষ্টা করছেন।"
অভিজিৎ গঙ্গোপাধ্যায় BJP-তে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও মঙ্গলবার পর্যন্ত ধোঁয়াশা জিইয়ে রেখেছিলেন তিনি। তৃণমূল ছাড়া কোনও দলকে নিয়েই তেমন আপত্তি নেই বলে জানান। কিন্তু মঙ্গলে তিনি জানান, BJP-ই তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। তিনি ধর্মে বিশ্বাস করেন। তাই CPM-এ যাননি। কংগ্রেসকে পারিবারিক জমিদারি বলেও উল্লেখ করেন।