কলকাতা: গ্রুপ ডি মামলায় ফের কড়া বার্তা শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মুখে। নবম-দশমের পর গ্রুপ ডি-তে ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবারের মধ্যে চাকরি বাতিলের হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে (SSC Case)। তলব করা হয়েছে হাওড়ার ডিআই-কে। তিনি নিজে থেকে আদালতে না এলে, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নিয়ে আসবেন বলে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


গ্রুপ ডি মামলায় আরও প্রায় চাকরি বাতিল করল আদালত


বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় আরও প্রায় চাকরি বাতিল করল আদালত। OMR শিট বিকৃত করে চাকরি দেওয়ার অভিযোগ। তা নিয়ে আদালতে কমিশন জানায়, মূল্যায়.নকারী সংস্থার সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল নেই। এর পরউ ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে তলব করা হয় হাওড়ার ডিআই-কে।  গ্রুপ ডি নিয়োগ মামলায় তাঁর কাছ থেকে আদালতে রিপোর্ট আসেনি বলে জানা যায়।  সেই প্রসঙ্গেই এ দিন বিচারপতি ডিআই-কে উদ্দেশ্য করে বলেন, "আদালতে না এলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নিয়ে আসব।"


স্কুল পরিদর্শক হাওড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে রয়েছেন বলে এ দিব আদালতে জানান তাঁর আইনজীবী। তাঁর পরিবর্তে আদালতে এ দিন হাজিরা দেন জেলা স্কুল পরিদর্শক। তাতেই কড়া বার্তা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিজে থেকে না এলে, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনবেন বলে জানিয়ে দেন।


আরও পড়ুন: Group D Scam: নবম-দশমের পর এবার গ্রুপ ডি, চাকরি হারাতে চলেছেন প্রায় ৩ হাজার


নবম-দশমের পর এ দিন গ্রুপ  ডি-তে একসঙ্গে ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একসঙ্গে এত জনের চাকরি বাতিলের নির্দেশ এই প্রথম। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এ নিয়ে কমিশনকে সময় দিয়েছে আদালত। তার মধ্যে তালিকা-সহ হলফনামা জমা দিতে বলা হয়েছে। হলফনামা জমা দেওয়ার পাঁচ মিনিচের মধ্যে তা আপলোডও করতে হবে। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত রয়েছে, আদালত দেখতে চায়। আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই।"


২ হাজার ৮২০টি বিকৃত OMR শিটের কথা এ দিন আদালতে জানায় কমিশন


অন্য দিকে, ২ হাজার ৮২০টি বিকৃত OMR শিটের কথা এ দিন আদালতে জানায় কমিশন। এর মধ্যে ১ হাজার ৯১১ জনের কাছে সুপারিশপত্র রয়েছে বলে জানায় কমিশন।