সৌভিক মজুমদার, কলকাতা : এত দিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে ( Sheikh Sahajahan ) এখনও ধরতে পারল না পুলিশ? যাঁর কারণে সমস্যার সূত্রপাত, তাঁকেই ধরতে পারল না? শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) ।
সিঙ্গল বেঞ্চের সোমবারের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি কৌশিক চন্দর দুটি নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়। মামলা না শোনা পর্যন্ত মৌখিক নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাত্রার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক, সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। এদিন মঙ্গলবার ফের হাইকোর্টে রাজ্য বড়সড় ধাক্কা খায়।
শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চ জানায়, শুভেন্দু ও শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। সেই মতো শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালি পৌঁছন শুভেন্দু।
এই মামলা চলাকালীনই প্রধান বিচারপতি মন্তব্য় করেন, ' যার জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না। শেখ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না। যদি পুলিশ তাঁকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন। পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে না। '
প্রধান বিচারপতি আরও বলেন, 'মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কী হবে? সাধারণ মানুষের হয়রানি বাড়বে। রাজ্যের বিভিন্ন পদক্ষেপে সমস্যা বাড়ছে। প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জানান, শেখ শাহজাহানকে হাইকোর্টে তলবের ভাবনা রয়েছে। সেদিন রাজ্য পুলিশ, CBI, ED সবাই উপস্থিত থাকবে।' প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, '১৯ দিনের ওপর হয়ে গেল, কিন্তু এখনও যাঁর কারণে সমস্যার সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন? আমি বিস্মিত' ।
এদিন বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেন, 'আজকে আপনারা (রাজ্য) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই মামলায় আমরা আমরা কোনও নির্দেশ দিচ্ছি ততক্ষন পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল আছে। তাই আপনারা কাউকে আটকাতে পারেন না। এটা করলে নতুন সমস্যা তৈরি হবে। শর্তসাপেক্ষে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ....সাতদিন পর সিঙ্গেল বেঞ্চে ফের মামলা আছে, সেখানে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন। ২ ঘণ্টার মধ্যে এমনিতেও সব মিটে যাবে।'
আরও পড়ুন : আধার বাতিল যাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য, বিশেষ পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর