বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : তৃণমূল (TMC) ও নির্দল (Independent), দুই প্রার্থীকেই দেওয়া হয়েছে জয়ের শংসাপত্র। হাইকোর্টের  নির্দেশে ঝুলে রয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের দুই প্রার্থীর ভাগ্য। যদিও, দুই প্রার্থীরই দাবি, তাঁরাই জয়ী হয়েছেন।


পঞ্চায়েতের একটি আসনে, জয়ী দুই প্রার্থী ! হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ঝুলে রয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের দুই প্রার্থীর ভাগ্য। কাউকে জয়ের শংসাপত্র দিয়ে, তা প্রত্যাহার করে নেওয়ার কোনও নিয়ম নেই। পর্যবেক্ষণে এই কথা বলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। কেন্দামারি জালপাই পঞ্চায়েতের ২১৭ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপসী দোলই।


এই আসনে নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের সমর্থনে নির্দল প্রার্থী ছিলেন রীতারানি বল্লভ। তাঁর দাবি, ১১ জুলাই ফল প্রকাশের দিন, তাঁকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার বা এপিআরও-র সই ও স্ট্যাম্প-সহ শংসাপত্র দেওয়া হয়। কিন্তু তার ঠিক সাত দিনের মাথায়, তাঁকে ফোন করে জানানো হয় ওই শংসাপত্রে ভুল রয়েছে। বিডিও অফিসে দেখা করতে বলা হয় তাঁকে। সেদিনই, তৃণমূলের প্রার্থীকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে শংসাপত্র দিয়ে দেওয়া হয়। তাতেও ওই এপিআরও-র সই ও স্ট্যাম্প রয়েছে।


এই অবস্থায়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, নির্দল প্রার্থী রীতারানি বল্লভ। এই মামলায়, ১১ই অগাস্ট এপিআরও-কে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সেপ্টেম্বরে, ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।


                                                                                                                                                                 


আরও পড়ুন- কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি, হাওড়ার চাঁদমারি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial