পশ্চিম মেদিনীপুর : ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের (HC On Debra BJP Murder Case)। ডেবরা থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দিতে হবে, নির্দেশ আদালতের। জেলের সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ আদালতের। 


'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে',  সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে, নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি। বিজেপি কর্মীকে গ্রেফতারির সময় দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না, দাবি নিহতের পরিবারের আইনজীবী। এসএসকেএমে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফি করারও দাবি নিহতের পরিবারের।পুলিশ হেফাজত নয়, সঞ্জয় বেরাকে জেল হেফাজতে রাখা হয়েছিল, দাবি রাজ্যের। কোর্ট থেকে জেলে ফেরার সময় সঞ্জয় বেরা পড়ে যান, দাবি রাজ্য সরকারের। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতালে, দাবি রাজ্যের।


পুলিশি হেফাজতে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। বিচার বিভাগীয় বা CBI তদন্ত দাবি করেন বিরোধী দলনেতা। এবার CBI তদন্ত ও কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। আজই দুপুর ২টোয় শুনানি। শুভেন্দু পোস্টে লেখেন, গত ৪ জুন তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় ডেবরার বাসিন্দা সঞ্জয় বেরাকে পুলিশ গ্রেফতার করে। সঞ্জয়কে জেল হেফাজতে পাঠানো হয়। পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১১ জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে। এরপর ভর্তি করা হয় SSKM হাসপাতালে। গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়। শুভেন্দুর অভিযোগ, পড়ে গিয়ে ওই ব্যক্তি মাথায় চোট পান বলে পুলিশ যে দাবি করছে তা অজুহাত মাত্র। 


আরও পড়ুন, ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', BJP কর্মীর বাবাকে পিটিয়ে 'খুন', অভিযোগ শুভেন্দুর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।