Limba Ram: দেশের গর্ব ছিলেন, মাত্র ৫২ বছর বয়সেই অর্জুন ও পদ্মশ্রী তিরন্দাজের দিন কাটছে হুইলচেয়ারে

তারকা তিরন্দাজ লিম্বা রাম এখন হুইলচেয়ারে বন্দি।
Source : Own Photo
Olympics News: তরুণ প্রজন্মকে শেখাবেন কী, ধনুক ধরতেই পারেন না। হাত-পা কাঁপে। হাঁটাচলা কার্যত বন্ধ। শৌচালয়েও যেতে হয় হুইলচেয়ারে চেপেই।
সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁর অভ্রান্ত নিশানা দেশকে গর্বের মুহূর্ত উপহার দিত। হাতে ধনুক ধরিয়ে দিলেই বিশ্বজয় করে বেড়াতেন। অব্যর্থ লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকের সম্ভার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে