সৌভিক মজুমদার, কলকাতা : 'প্রাথমিকে আপাতত কোনও প্যারা টিচারের নিয়োগ নয়, অন্তর্বর্তী স্থাগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের।
প্রাথমিকে প্যারা টিচারদের ১০ শতাংশকে নিয়োগ করা যাবে, বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় উচ্চ প্রাথমিকের বেশ কিছু প্যারা টিচার। সেই মামলার শুনানি ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। যেখানেই আপাতত প্রাথমিকে প্যারা টিচার বা পার্শ্বশিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা (Para Teacher Recruitment Stopped) জারি হয়েছে।
কী জানিয়েছে আদালত
নিয়োগ দুর্নীতির টালমাটাল পরিস্থিতির মাঝেই রাজ্যে ফের শুরু হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তবে আপাতত কোনও পার্শ্বশিক্ষক বা প্যারা টিচার নিয়োগ করা যাবে না বলেই নির্দেশ দিয়েছে আদালত। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ (Justice Subrata Talukdar Bench)।
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের বেশ কয়েকজন প্যারা টিচার আদালতের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হোক। যে বিষয়ে তাঁদের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যদিও আদালতের সিঙ্গল বেঞ্চের যে রায়ের বিরুদ্ধে ফের আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চে করা হয়েছিল যে আবেদন। যার ভিত্তিতেই প্রাথমিকে প্যারা টিচার নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন- 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারক গঙ্গোপাধ্যায়
নিয়োগের দাবিতে পথে
এদিকে নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে শুরু হয়ে পার্ক সার্কাস পর্যন্ত গেল মিছিল। চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্যে সাড়ে ৩ লক্ষ শিক্ষকের শূন্যপদ রয়েছে। এছাড়া, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার। এই সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতেই মিছিলে হাঁটলেন আন্দোলনকারীরা। ২০১৪, ২০১৭ ও ২০২২- এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের পাশাপাশি, সামিল হলেন নবম, দশম, একাদশ, দ্বাদশের SLST চাকরিপ্রার্থীরাও। নিয়োগের দাবিতে রাজপথে নামলেন খাদ্য দফতর, লাইব্রেরিয়ান, পুলিশের সাব ইন্সপেক্টর, প্রাণিসম্পদ বিকাশ দফতরের চাকরিপ্রার্থীরাও।