সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, কলকাতায়: কালীঘাটে (Kalighat) বিকল্প জায়গায় মিলল রাম পুজোর অনুমতি । নেপাল ভট্টাচার্য লেনের পরিবর্তে দেশপ্রাণ শাসমল পার্কে রাম পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২২ জানুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত দেশপ্রাণ শাসমল পার্কের একাংশে অনুষ্ঠান করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 


৬৬ পল্লির কাছে নেপাল ভট্টাচার্য লেনে নয়, কালীঘাটে (Kalighat) বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দেশপ্রাণ শাসমল পার্কে মিলল রাম পুজোর অনুমতি। ২২ শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন, কালীঘাটে ৬৬ পল্লির কাছে রাম পুজোর আয়োজন করে কালীঘাট বহুমুখী সেবা সমিতি। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজ দেখানোর ও পরিকল্পনা করেন উদ্যোক্তারা। কিন্তু সেখানে রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে বলে আপত্তি জানায় রাজ্য সরকার। এর পরই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাটের ওই ক্লাব।


মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার বিচারপতি জানান, সন্ধে ৬ টা পর্যন্ত পার্কের একাংশের এই অনুষ্ঠান করা যাবে। এদিকে, রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনের আগের দিন থেকেই কলকাতায় একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। রাজনৈতিক কোনও কর্মসূচি না নেওয়া হলেও, অরাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন বিজেপি (BJP) নেতারা।  অযোধ্য়ার রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন, কলকাতার বিভিন্ন মন্দির সংলগ্ন এলাকায় এলইডি স্ক্রিনে হবে উদ্বোধনের লাইভ স্ট্রিমিং।  এছাড়াও আয়োজন করা হবে বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রার। 


আরও পড়ুন:  Kolkata Ayodhya Flight: ২ ঘণ্টায় কলকাতা-অযোধ্যা! শুরু নতুন বিমান পরিষেবা


ঠিক কী হয়েছিল? ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাট এলাকায় রামপুজোর অনুষ্ঠানে অনুমতি দিচ্ছিল না পুলিশ। এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করে কালীঘাট বহু মুখী সেবা সমিতি নামের একটি ক্লাব। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। আর ওই দিনই কালীঘাটে ৬৬ পল্লির কাছে রামপুজো, প্রসাদ বিতরণ ও সাংসকৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কালীঘাট বহু মুখী সেবা সমিতি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটিও এলইডি স্ক্রিনে সকাল থেকে দেখানোর উদ্যোগ নেয় তারা। ক্লাবের অভিযোগ ছিল, এক মাস আগে আবেদন করা হলেও, অনুমতি দিচ্ছে না পুলিশ। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত।


কী ছবি অযোধ্যায়? উল্লেখ্য, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, কাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে আসেন ভক্তরা। হায়দরাবাদ থেকে আনা হয়েছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের একেবারে ধ্বজার নীচে রয়েছে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার।