কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি (Recruitment Scam)। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। বেনজিরভাবে আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি (SSC)।
শিক্ষায় নিয়োগে ব্য়াপক দুর্নীতি, ওমআর শিটে কারচুপি, পরীক্ষায় অতির্কিত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগে এনেছেন চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে সিবিআইও (CBI)। এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দেওয়া হলফনামায় স্কুলে নিয়োগে অনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশনও (School Service Commission)।
স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সাড়ে ৮ হাজার নিয়োগে অনিয়ম হয়েছে। শুক্রবার হাইকোর্টে দেওয়া হলফনামায় মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন। এদিন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, নবম-দশমে তালিকায় উপরে থাকাদের টপকে ১৮৩ জনের নিয়োগ হয়েছে। এর মধ্য়ে ১২২ জনকে বরখাস্ত করা হয়েছে। একাদশ-দ্বাদশে ৩৯ জনের নিয়োগে অনিয়ম ধরা পড়েছে।
নবম-দশমে ৯৫২ জনের নিয়োগে ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত করেছে সিবিআই। এর মধ্য়ে ৮২৩ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল। একাদশ-দ্বাদশে ৯০৭ জনের নিয়োগে ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্য়ে ৭৭১ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল।
গ্রুপ সি পদে ৩ হাজার ৪৮০ জনের নিয়োগে ওএমআর শিট কারচুপি চিহ্নিত করেছে সিবিআই। এর মধ্য়ে ৭৮৫ জনের নাম সুপারিশ করা হয়েছিল। গ্রুপ ডি পদে ২ হাজার ৮২৩ জনের নিয়োগে ওএমআর শিট চিহ্নিত হয়েছে। এর মধ্য়ে ১ হাজার ৭৪১ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল।
আইনজীবী ফৌরদৌস শামিম বলেন, তিনভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে। প্রথমটি ক্রমতালিকা ওলটপালট করে। দ্বিতীয়ত, ওএমআর কারচুপির মাধ্যমে ও তৃতীয়ত, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করে। আদালতে সেটাই স্বীকার করে নিয়েছে এসএসসি। যে প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) বলেছেন, ভুল একটা হয়েছিল সেটা তো SSC স্বীকার করে নিয়েই শোধরানোর চেষ্টা করছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে