সৌভিক মজুমদার, কলকাতা : ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যার কোনও অডিট নেই। আদালতে (Calcutta High Court) এই দাবি করে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার আদালতে দাঁড়িয়ে CBI তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। পাল্টা 'ভুল স্বীকার' করে কেন টাকা আটকে থাকবে তা নিয়ে সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী।
১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ করছে তৃণমূল (TMC)। অন্যদিকে, দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। এনিয়ে বঙ্গ রাজনীতিতে যে উথালপাথাল চলছে, তাঁর ঢেউ পৌঁছেছে দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে, রাজধানীর মাটিতে বিক্ষোভ-আন্দোলন করেছে তৃণমূল। যা নিয়ে বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি CBI-তদন্তের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ। রাজনীতির ময়দানে স্নায়ু-যুদ্ধের পাশাপাশি এনিয়ে আইনি লড়াইও চলছে।
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে বকেয়া টাকার দাবিতে মামলা করেছে খেতমজুর কমিটি। ওই দুই মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, দিনের শেষে রাজ্যের মানুষের কথা বলতে হবে। কোনও কোনও ক্ষেত্রে রাজ্য সরকারের ভুল থাকতে পারে। কিন্তু এক বছর ধরে অ্যাকশন টেকেন রিপোর্ট পড়ে থাকবে এটাও ঠিক নয়।
তখন কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন, যদি আর্থিক দুর্নীতি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার CBI তদন্ত করাবে। ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যার কোনও অডিট নেই। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে একটি compliance report পাঠানো হয়েছে, সেটা খতিয়ে দেখুন। তারপর টাকা পাঠানোর ব্যবস্থা করুন। দশ ভাগের এক ভাগ লোক যদি কাজ করে থাকেন, তাহলে তাঁরা কেন টাকা পাবেন না ? সবকিছু তো অবৈধ হতে পারে না।
আপনারা চাইছেন CBI অনুসন্ধান করুক। তদন্ত করুন, কিন্তু নিরীহ মানুষের টাকা কেন আটকে থাকবে? প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী সপ্তাহের সোমবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন- নথি 'দেননি' অভিষেক, আদালতে জানাল ইডি, আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন