সৌভিক মজুমদার, কলকাতা: রাজারহাটের একটি অ্যাপার্টমেন্টের নির্বাচন বাতিল করে, সেখানে প্রশাসক নিয়োগ করেছিল সমবায় দফতর। তারই বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় অ্যাপার্টমেন্টের ওনার অ্যাসোসিয়েশন। ই-মেলে নির্বাচনের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, হাইকোর্ট জানিয়েছে, সরকারি হস্তক্ষেপ চায় না আদালত! 


লোকাল বডি নির্বাচন: রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে! স্কুল, কলেজ, সমবায় সহ সর্বত্র। আদালত (Kolkata High Court) এই হস্তক্ষেপ চায় না। রাজারহাটের একটি অ্যাপার্টমেন্টের নির্বাচন সংক্রান্ত শুনানিতে এমনই মন্তব্য করলেন, বিচারপতি রাজশেখর মান্থা। ই-মেলের মাধ্যমে ভোট করানোর নির্দেশ দিয়েছেন তিনি। 


রাজারহাটের (Rajarhat) রোজ ডেল গার্ডেন অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশন, সম্প্রতি অনলাইনে নির্বাচন ঘোষণা করে। সেই নির্বাচনকে বাতিল ঘোষণা করে প্রশাসক বসিয়ে দেয় রাজ্যের সমবায় দফতর। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন বসু সহ বেশ কয়েকজন। 


আরও পড়ুন: Purba Bardhaman: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'মিষ্টিহাব' নতুন করে খোলা নিয়ে ফের অনিশ্চয়তা


তারই প্রেক্ষিতে, মামলাকারীর আইনজীবী, শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, ওই অ্যাসোসিয়েশনে মোট ৬০০ জন সদস্য আছেন। নির্বাচনের আগেই রাজ্য সরকার প্রশাসক বসিয়েছে। এতে নির্বাচন বিঘ্নিত হচ্ছে। আর প্রশাসক একজন বহিরাগত। তিনি কী করে সব বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন? 
এরপরই বিচারপতি রাজশেখর মান্থা বলেন, রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে। স্কুল, কলেজ, সমবায় সহ সর্বত্র। 


নিয়োগের নির্দেশ খারিজ: আদালত এই হস্তক্ষেপ চায় না। সমস্ত নথি খতিয়ে দেখে হাইকোর্ট প্রশাসক নিয়োগের নির্দেশ খারিজ করে দেয়। সেইসঙ্গে হাইকোর্ট আরও নির্দেশ দেয়-আগামী ২৬ মে, রাজারহাটের ওই আবাসনে ই-মেলের মাধ্যমে নির্বাচন করতে হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনের নোটিস জারি করবেন। 


১৭- মের মধ্যে সদস্যের তালিকা নোটিস বোর্ডে টাঙাতে হবে। ১৯ মে মনোনয়ন দাখিল করতে হবে। প্রত্যেক সদস্যের ই মেল আই ডি প্রকাশ করতে হবে। অ্যাসোসিয়েশনের নির্ধারিত ই-মেল আইডি-তেই সদস্যদের ভোট দান করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।