কলকাতা: পয়গম্বর (Prophet)-বিতর্কে হাওড়ায় (Howrah) প্রতিবাদের নামে তাণ্ডব। যার আঁচে পাঁচলা (Panchla), ডোমজুড় (Domjur), উলুবেড়িয়ায় (Uluberia) অনেক দোকানদার ও সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল প্রশাসন। এই প্রসঙ্গে এদিন অশান্তি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ রাজ্যের (West Bengal)।
হাইকোর্টে রাজ্যের তরফে কী বলা হয়েছে?
- ‘হাওড়ার ৫ জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে’
- ‘১৭টি এফআইআর হয়েছে, ৯৯ জন গ্রেফতার’
- হাওড়া গ্রামীণে ৯টি এফআইআর, গ্রেফতার ৩৮’
- ‘বারাসাতে ৩ জায়গায় অশান্তি, ৪ এফআইআর, ৫ গ্রেফতার’
- ‘মুর্শিদাবাদে ৩ জায়গায় অশান্তি, ৫ এফআইআর, ১৮ গ্রেফতার’
- ‘জঙ্গিপুরে ১ জায়গায় অশান্তি, ৩ এফআইআর, গ্রেফতার ৩০’
- ‘কৃষ্ণনগরে ৩ জায়গায় অশান্তি, ৩ এফআইআর, গ্রেফতার ২৫’
- ‘খড়গপুরে ১ জায়গায় অশান্তি, ১ এফআইআর, ৩ জন গ্রেফতার’
- ‘ডায়মন্ড হারবারে ১ এফআইআর, ১৭ জন গ্রেফতার’
- ‘শিয়ালদায় ১ জায়গায় অশান্তি, ১টি এফআইআর, ১ জন গ্রেফতার’
- ‘বিধাননগরে ১টি এফআইআর দায়ের হয়েছে’
- ‘শেষ ৪৮ ঘণ্টায় কোনও ঘটনা ঘটেনি’
আরও পড়ুন, ছাগলের কানের হাড় বসল মানব দেহে! অসাধ্যসাধন আরজি কর-এ
যদিও হাইকোর্টে সরকারের এ যুক্তি মানতে নারাজ মামলাকারীর আইনজীবী। এদিন তিনি বলেন, ‘প্রতিবাদের নামে সাধারণ মানুষের ভোগান্তি হবে কেন? নাগরিকের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব। রাজ্য অশান্তি করার সুযোগ করে দিয়েছে, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। সব রাজনৈতিক-ধর্মীয় মিছিল বন্ধ করা প্রয়োজন। কোনও মিছিলের অনুমতি যেন না দেওয়া হয়। অবিলম্বে সেনা নামানো উচিত, না হলে ফের অশান্তি হতে পারে’। হাইকোর্টে এমনই মন্তব্য করলেন মামলাকারীর আইনজীবীর।
তবে এ প্রসঙ্গে বিচারপতি সম্প্রীতি রক্ষা করার কথা বলেন। প্রধান বিচারপতি এদিন বলেন, ‘মামলাকারীরা যে দলেরই হোন, সম্প্রীতি রক্ষা করুন। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটা রাজ্যের লক্ষ্য রাখা উচিত।"