সন্দীপ সরকার, কলকাতা: চোখের (Eye) টিউমার (Tumor) দখল করে নিয়েছিল মুখের একটা বড় অংশ। জীবন-মৃত্যুর সঙ্কটের মধ্যে টিউমার-সহ চোখ বাদ গেল ক্যানসার (Cancer) আক্রান্ত একরত্তি শিশুর। প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যালের (Medical College) রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি (Opthalmology)। পুরুলিয়ার (Purulia) কেন্দার বাসিন্দা শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


সাড়ে ৩ বছরের শিশুর প্রাণঘাতী চোখের ক্যানসার। টিউমার-সহ চোখ বাদ দিয়ে প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যালের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি। বিপদ কাটল পুরুলিয়ার কেন্দার বাসিন্দা একরত্তির। শিশুর মা ও বাবা দুজনেই স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন।                   


তাঁদের দাবি, সন্তানের যখন দেড় বছর বয়স, তখন তার চোখের মণিতে একটি সাদা স্পট দেখতে পান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যা বাড়তে থাকে। মাসখানেক আগে মারাত্বকভাবে ফুলে যায় চোখ। এরপরই পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে যান তাঁরা। সেখান থেকে জামশেদপুরের টাটানগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পরীক্ষায় জানা যায় চোখের ক্যানসারে ভুগছে শিশু।      


আরও পড়ুন, বাংলায় রোগের জোড়া ফলা, বাড়ছে করোনা, মৃত্যু ডেঙ্গিতে 


চিকিৎসার জন্য মে মাসে কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজিতে শিশুকে আনা হয়। ৬ সদস্যের মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেয়, প্রাণ বাঁচাতে টিউমার সহ ডান চোখটি বাদ দেওয়া জরুরি। সেইমতো গত মঙ্গলবার অপারেশন করা হয়। ডান চোখ বাদ গেলেও, প্রাণে বাঁচে একরত্তি।                              


ক্যানসার আক্রান্ত শিশুর বাবা বলেন, "টিউমার ছিল আগে কেউ ধরতে পারেনি।" কিন্তু কী এই চোখের ক্যানসার? চিকিৎসকরা বলছেন, এর পোশাকি নাম রেটিনোব্লাস্টোমা (Retinoblastoma)। জিনঘটিত এই অসুখ মূলত শিশুদেরই হয়।