সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical) অভিনব ছাত্র সংসদ নির্বাচন। কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায়, নিজেরাই ভোট পরিচালনা করছেন পড়ুুয়ারা। সকাল ১০টা থেকে কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ৩টে পর্যন্ত। তারপর গণনা। 


অভিনব ছাত্র সংসদ নির্বাচন: বিনায়ক সেন, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্র ও বোলান গঙ্গোপাধ্যায়, এই চারজন ভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন। মেডিক্যাল কলেজের সব পড়ুয়াই ভোট দিতে পারবেন। চারটি বর্ষের ৫টি করে মোট ২০টি পদে ভোট হচ্ছে। প্রার্থী হয়েছেন মোট ৩১ জন। প্রায় একহাজার ভোটার রয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন করা পড়ুয়া সাবিত হোসেন ও প্রত্যুষকিরণ সরকার প্রার্থী হয়েছেন। ছাত্র সংসদের ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও, ভোটের জন্য অডিটোরিয়াম ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।