কলকাতা: শিক্ষা দফতরের চিঠির পরও বদলাল না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষা হবে ২৮ অগাস্টই। অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই।
তৃণমূল ছাত্র পরিষদের পরীক্ষার দিন বদলের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদকের বেলাগাম আক্রমণ, সর্বোপরি খোদ শিক্ষা দফতরের চিঠি...কিন্তু কিছুতেই বদলাল না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষা হবে ২৮ অগাস্টই। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ২৮ অগাস্ট পরীক্ষার দিনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। কিন্তু অন্তর্বর্তী উপাচার্য জানিয়ে দিলেন, বদলাবে না নির্ঘণ্ট। ২৮ অগাস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি B.Com, B.A. LLB-এর চতুর্থ সিমেস্টারের প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী। শান্তা দত্ত বলেন, "বিশ্ববিদ্য়ালয়ের অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা ২৮ তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারি চিঠি বেনজির। সরকারের কাছে আমরা অনুরোধ পাঠিয়েছি উল্টো যে সেদিনের যাতে রাস্তাঘাটটা স্বাভাবিক থাকে, বাস-ট্রাম ঠিক মতো চলে। কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তাঁরা বিরোধীদের যখন ধর্মঘট হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখব। এবং সবকিছু ঠিকঠাক রাখেনও। তো এখানেও হবে। সেই অনুরোধ আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গিয়েছে। আর পরীক্ষা পরীক্ষার মতো হবে। যাঁরা দিতে পারবেন না, তাঁদের নিয়ে কী করব পরে দেখা যাবে। ''
সূত্রের খবর, পরীক্ষার্থীদের আসতে সমস্যা হবে বলে যুক্তি দিয়ে দিন বদলের কথা বলেন উচ্চ শিক্ষা অধিকর্তা, উচ্চ শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ও উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্র। কিন্তু ২৮ অগাস্ট পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকেন সিন্ডিকেটের বাকি সদস্য়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী এমনিতে বিশ্ববিদ্য়ালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত ছিল উপাচার্যের।''