কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে প্রাথমিক টেট হচ্ছে। তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। কন্ট্রোল রুম থেকেও চলছে আলাদা নজরদারি। তার মধ্যেই অভিনব দৃশ্য সামনে এল বিধাননগরে একটি স্কুল থেকে। সেখানে পরীক্ষার্থীদের জুতো খুলিয়ে পরীক্ষা করা হল। ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতেও নিষেধ করা হয় পরীক্ষার্থীদের। 


টেটে বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। প্রশ্ন জানতে ১০ লক্ষ টাকা চেয়ে ফোন আসছে, পরীক্ষা শুরুর আগে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী


সেই আবহেই রবিবার প্রাথমিক টেট পরীক্ষা হচ্ছে। এ বারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। বেলা ১২টা থেকে শুরু টেট। পরীক্ষা নির্বিঘ্নে করতে, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে ৬টি জেলার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করেছে নবান্ন। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তথ্য জানানোর জন্য পর্ষদ কন্ট্রোল রুম চালু করেছে।  নম্বর হল 62922-78438.


এ দিন সকাল থেকে জেলায় জেলায় ব্যস্ততার ছবি। স্টেশনে স্টেশনে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ছে। দুর্গাপুর মহিলা কলেজে টেট পরীক্ষা শুরুর আগে গেটের বাইরে অভিভাবকরা ভিড় করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে জমায়েত হটিয়ে দেয় পুলিশ। 


টেটকে ঘিরে নিরাপত্তার কড়াকড়ি মাহেশ হাইস্কুলে। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। বায়োমেট্রিক টেস্টের পাশাপাশি, ছবিও তোলা হচ্ছে পরীক্ষার্থীদের।। ব্যাগ জমা রেখে কুুপন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। 


অন্য ছবি আরামবাগ হাইস্কুলে। বায়োমেট্রিক কিট নিয়ে কর্মীরা দেরিতে আসায়, পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, সাড়ে ৯টায় পরীক্ষা কেন্দ্রের ঢোকার কথা বলা হলেও, সোয়া ১০টায় এসে পৌঁছয় বায়োমেট্রিক কিট। স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


টেট শুরুর আগে বোলপুর হাইস্কুলের সামনে উত্তেজনা ছড়ায়। পরীক্ষার্থীদের দাবি, দূর-দূরান্ত থেকে আসায় তাঁদের সঙ্গে ব্যাগ রয়েছে। সেই ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। এ নিয়ে বচসা শুরু হয়। প্রতিবাদে স্কুলের সামনে বোলপুর স্টেশনে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট পরীক্ষার্থীরা। অবরোধ তুলতে এলে পুুলিশের সঙ্গেও তাঁদের বাদানুবাদ হয়। শেষপর্যন্ত স্কুলের ভিতরে ব্যাগ রাখার ব্যবস্থা করা হলে, মিনিট ১৫ পরে অবরোধ তুলে নেন পরীক্ষার্থীরা।