অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ভরদুপুরে বড়সড় দুর্ঘটনা (car accident) বেঙ্গল কেমিক্যালসের (Bengal Chemicals) সামনে। রাস্তা ছেড়ে ডিভাইডারে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। জখম পুলিশ কনস্টেবল (police constable) সহ একাধিক পথচারী।


বেঙ্গল কেমিক্যালসের সামনে দুর্ঘটনা


বেঙ্গল কেমিক্যালসের সামনে রাস্তা ছেড়ে ডিভাইডারে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। যার গাড়ির ধাক্কায় জখম হলেন পুলিশ কনস্টেবল-সহ কয়েকজন পথচারী। বেলেঘাটা থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় ডিভাইডারে গাড়িটি উঠে পড়ে। পুলিশ কনস্টেবল, কয়েকজন পথচারী-সহ আহত গাড়ির চালক।


দুপুর ৩টে নাগাদ বেলেঘাটা ব্রিজ থেকে উল্টোডাঙার দিকে একটি গাড়ি যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, সেই গাড়ির গতি ছিল যথেষ্ট বেশি। বেঙ্গল কেমিক্যালস মোড়ের সামনে যখন ই এম বাইপাসে গাড়িটি পৌঁছয় আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উঠে পড়ে একটি ডিভাইডারে। সেই ডিভাইডারের ওপরে বেশ কিছু পথচারী রাস্তা পার করবেন বলে অপেক্ষায় ছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কা মারে। ঘটনায় চার থেকে পাঁচ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। প্রত্যেক আহতকে নিয়ে যাওয়া হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই শুরু হয়েছে চিকিৎসা। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবলও রয়েছেন।                                                     


গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে উল্টোডাঙা ট্রাফিক গার্ড। খতিয়ে দেখা হচ্ছে গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? কোনওভাবে গাড়িটি ব্রেক ফেল করেছিল কি না, নাকি অত্যাধিক গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।         


আরও পড়ুন: Murshidabad: আক্রান্ত তৃণমূল নেতা, রাস্তায় আচমকা পিস্তল, রড নিয়ে হামলা                                         


অন্যদিকে, দিন কয়েক আগেই ফের সড়ক দুর্ঘটনায় (road accident) তিন যুবকের প্রাণ যায় উলুবেড়িয়ায় (uluberia)। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১৬ নং জাতীয় সড়কের (NH) উপর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) নিয়ে আসার পর আর এক জন মারা যান।