সুজিত মণ্ডল, নদিয়া: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী হামলার অভিযোগ নদিয়ার রানাঘাট থানা এলাকার দোয়ারপাড়ায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এর মধ্যেই। তবে অভিযুক্তরা অধরা।


কী ঘটেছিল?
রবিবার সন্ধ্যা নাগাদ, নিজের চার চাকা গাড়ি চালিয়ে চাকদায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন এসসি মোর্চার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অঙ্কন সরকার। সময়মতো ফুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন অঙ্কন। অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় রানাঘাট থানা এলাকার দোয়ারপাড়ার কাছে হঠাতই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চলে। প্রথমে মোটরবাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুই যুবক গাড়ি থামানোর জন্য হাত দেখাতে থাকেন অঙ্কনকে। গাড়ির গতি কমাতেই বিজেপি নেতা শুনতে পারে, তাঁর উদ্দেশে অকথ্য গালিগালাজ করছে ওই দুজন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দ। বুঝতে পারেন গাড়ি লক্ষ্য করে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হবিবপুরের কাছাকাছি এসে গাড়িটি দাঁড় করিয়ে দেখেন, ডানদিকের শেষের কাঁচ একেবারে ভেঙে গিয়েছে।  


এর পর...
গাড়ির অবস্থা দেখে বিজেপি জেলা নেতৃত্বের কথামতো ওই রাতেই গাড়ি নিয়ে রানাঘাট থানায় চলে যান অঙ্কন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হল, তার সঠিক কারণ বলতে পারেননি ওই বিজেপি নেতা। যদিও প্রাথমিক ভাবে তাঁর ধারণা, এটি বিরোধী দলের চক্রান্ত। আপাতত হামলাকারী মোটরবাইক এবং ওই দুই দুষ্কৃতির খোঁজ করছে পুলিশ। উল্লেখ্য, এ রাজ্যে পদ্মশিবিরের নেতাদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ নতুন নয়। মাসচারেক আগেই পাণ্ডবেশ্বরে বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের গাড়িতে গুলি করার অভিযোগ ওঠে। সে বার দু’রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছিল দুই দুষ্কৃতী। গুলি গাড়ির কাচ ভেদ করে বেরিয়ে যায়, জানান বিজেপি নেতা। ভাঙচুর চলে পদ্মপুকুরে বিজেপি নেতা কল্যণ চৌবের গাড়িতেও।


আরও পড়ুন:মিছিলে নেই দলীয় দুই নেতা, নন্দীগ্রামে তৃণমূলে দ্বন্দ্ব ? 'কাটমানি প্রতিযোগিতা', কটাক্ষ বিজেপির