কলকাতা: গরু পাচারকাণ্ডে এ বার নজরে অনুব্রত মণ্ডলর দেহরক্ষী সায়গল হোসেনের ছয় মামার সম্পত্তি (Saigal Hossain)। সায়গলের ছয় মামাকেই তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। সিবিআই-এর তলব পেয়ে বুধবার নিজাম প্যালেসে পৌঁছন সায়গলের তিন মামা। তাঁদের দু'ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা (Cattle Smuggling Case)।
এ বার সায়গলের ছয় মামাকে তলব গোয়েন্দাদের
অন্য দিকে, বাকি তিন জনের মধ্যে সায়গলের এক মামা সিবিআই-কে চিঠি দিয়ে জানিয়েছেন, অসুস্থতার কারণে হাজিরা দিতে পারছেন না তিনি। বাকি দু'জনের কাছ থেকে কোনও উত্তর আসেনি বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সায়গলের সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে গিয়ে তাঁরা মামাদের নামে একাধিক জায়গায় বিপুল সম্পত্তির হদিশ মেলে। তাঁদের নামে পাথরের খাদান থেকে ডাম্পার ট্রাক পাওয়া গিয়েছে তাঁদের নামে।মামাদের নামেই সায়গল নিজের বেনামি সম্পত্তি রেখেছিলেন বলে দাবি গোয়েন্দাদের। সায়গলের মামাদের আয় সংক্রান্ত তথ্য এবং আয়কর রিটার্নের বিশদ তথ্য চেয়ে পাঠান গোয়েন্দারা। সিবিআই-এর দাবি, গরু পাচার থেকে থোক থোক টাকা আসত। সেই টাকায় সম্পত্তি কিনে মামাদের নামে রেখেছিলেন সায়গল।
আরও পড়ুন: Siliguri News: ৩৩ বছর পর বামেদের হাতছাড়া শিলিগুড়ি মহকুমা, শূন্য বিরোধীরা, তৃণমূলেরই জয়জয়কার
গরু পাচার মামলায় সম্প্রতি সায়গলকে জেরার জন্য ডেকে পাঠায় সিবিআই। জানা যায়, গরু পাচারচক্রে মধ্যস্থতাকারীর ভূমিকা ছিলেন সায়গল। সেই বাবদ মোটা টাকা কমিশন পেতেন তিনি। সেই টাকাতেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হন। একনাগাড়ে ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়।
সায়গলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি গোয়েন্দাদের
সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে এক-আধটা নয়, সায়গলের খান চারেক ফ্ল্যাট, পাঁচ-পাঁচটি বাড়ি , চার চাকার গাড়ি থেকে ট্রেলার, ক্র্যাশার থেকে পেট্রোল পাম্প, জমির দলিল থেকে ভরি ভরি সোনার গয়নার হদিশ মিলেছে। সবমিলিয়ে সায়গলের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে দাবি সিবিআই-এর।