কলকাতা: SSC’র নিয়োগ দুর্নীতির মামলায় (Reqruitment Scam Case) এবার প্রশ্নের মুখে OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার এক বাঙালির আধিকারিকের ভূমিকা! সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য, এমন অনেক প্রার্থীর চাকরির জন্য সুপারিশ করতেন, যাঁরা পরীক্ষায় পাসই করতে পারেননি। সুবীরেশের নির্দেশে SSC-র তৎকালীন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু সেই ফেল করা প্রার্থীদের নম্বর বাড়াতেন। যাতে তাঁরা প্যানেল বা ওয়েটিং লিস্টে চলে আসেন।


সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে, SSC’র চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্য বাকিদের আশ্বাস দিয়েছিলেন, SSC-র কাছে থাকা নথিতে, ফেল করা প্রার্থীদের নম্বর যেভাবে বাড়ানো হবে, NYSA-র হেফাজতে থাকা নথিতেও, সেই প্রার্থীর নম্বর, সেইভাবেই বাড়িয়ে দেওয়া হবে। আর এব্যাপারে সাহায্য করবেন NYSA-র ভাইস প্রেসিডেন্ট। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সুবীরেশ ভট্টাচার্য সহ অভিযুক্তদের এই আশ্বাসও দিয়েছিলেন যে, নম্বর বাড়ানোর পর, নতুন তথ্যও এসএসসি-র হাতে তুলে দেবেন ওই বেসরকারি সংস্থার অফিসার।


তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), আদালতে দাবি সিবিআইয়ের (CBI)। ‘সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করা হয়েছে, আবার জেরা করা হবে। সেজন্যই সম্প্রতি সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ হয়েছে। অন্য মামলায় যুক্ত আছেন কিনা, খোঁজ করা হচ্ছে, জানাল সিবিআই। ‘গ্রুপ ডি মামলায় ৫৪২ চাকরি বাতিল, ৩৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করুন’, সিবিআইকে বললেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।


আরও পড়ুন, জ্বালানির কী দাম কলকাতায় ? দেশের এই শহরগুলিতে ১০০-র নিচে পেট্রোল


‘আপনারা কোন পরিস্থিতিতে দিল্লি-অসম বা ভুবনেশ্বরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারেন? যেমন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে শিলং-এ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল’, সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি।  সেটা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে, জানাল সিবিআই। সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে না নিলে তথ্য জানা সম্ভব নয়, মন্তব্য বিচারপতির। জেলে কতক্ষণ জেরা করতে পারেন? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। ‘আপনারা সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানান’। তারপর অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেব, মন্তব্য বিচারপতির। একই ধরনের নির্দেশ মানিক ভট্টাচার্যর ক্ষেত্রেও দিতে হবে, মন্তব্য বিচারপতির।