পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) আদালতে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) অন্য ধৃতরা সকলেই প্রভাবশালী। কী করে অপরাধ করতে হবে, ধরা পড়লে কী ভাবে বাঁচতে হবে, আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিলেন তাঁরা সকলে। 


নিয়োগ দুর্নীতিতে পার্থ এবং ধৃতদের নিয়ে বিস্ফোরক দাবি সিবিআই-এর


নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, SSC-র প্রাক্তন সচিব অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংকে বুধবার আদালতে পেশ করা হয়। সেখানেি এমন দাবি করল সিবিআই। 


এ দিন আদালতে সিবিআই জানায়, এঁরা আগে থেকে এঁরা পরিকল্পনা করেছিলেন যে, কীভাবে অপরাধ করতে হবে এবং কীভাবে অপরাধ থেকে বাঁচতে হবে। আদালতে সিবিআই-এর আইনজীবী বলেন, "এঁরা প্রত্যেকে প্রভাবশালী। সিবিআই কী তদন্ত করছে, কাকে ডাকছে, কী তদন্ত করছে, তা এঁরা জেনে নিতেন। সাক্ষীদের কী প্রশ্ন করা হয়েছে, তাও জেনে নিতেন। বাঁচার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করেছিলেন।"


আরও পড়ুন: Suvendu Adhikari: "পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না'' ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী


সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, আমাদের উদ্দেশ্য A থেকে Z পর্যন্ত কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তাঁদের আদালতের সামনে নিয়ে আসা। 


আর পার্থকে নিয়ে সিবিআই-ইডির একের পর এক চাঞ্চল্যকর খোলসার মধ্যেই ফের দুর্নীতি নিয়ে আক্ষেপের সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। তিনি বলেন,  "আমি ব্যথিত হই, দুঃখিত হই, যখন, যাদের ছোট থেকে দেখেছি, তারা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, আমি টের পাইনি। আমি খোঁজও নিইনি। তার কারণ, এই যে চাকরিতে লোক ঢোকাতে হবে ইত্যাদি, ইত্যাদি, এই পদ্ধতির মধ্যে গেলে কোথায় শেষ হবে, কেউ জানে না। আমি গভীরভাবে দুঃখিত হই।"


পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতি মামলার প্রভাব পড়বে! 


দুর্নীতি প্রসঙ্গে সৌগত রায়ের এ ধরনের মন্তব্যকে অবশ্য আমল দিতে নারাজ বিরোধীরা। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফেব্রুয়ারি অথবা ভোট হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তাতে দুর্নীতি মামলার প্রভাব কতটা পড়বে, উঠছে প্রশ্ন।