কলকাতা: ফের বিপাকে রাজ্যের দফতরহীন মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pande) মেয়ে শ্রেয়া পাণ্ডে (Shreya Pande)। রোজভ্যালি কাণ্ডে (Rosevalley Scam) এ বার তাঁর বিরুদ্ধে চার্জশিট (CBI Chargesheet) জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। গোয়েন্দাদের অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ইন্টিরিয়র ডেকরেশনের নামে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে দু’পক্ষের মধ্যে। শ্রেয়া পাণ্ডের ব্যবসায়িক সহযোগীরও নাম সিবিআই-এর চার্জশিটে।

Continues below advertisement

সোমবার ওড়িশার ভুবনেশ্বর আদালতে শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, শ্রেয়ার ইন্টিরিয়র ডিজাইনিং সংস্থা রয়েছে। সেই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন ছিল রোজভ্যালির। তার বেশ কিছু নথিপত্রও রয়েছে তাঁদের কাছে। এর আগে রোজভ্যালির সঙ্গে লেনদেন নিয়ে শ্রেয়াকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ED)। সেই সময় গোয়েন্দাদের কাছে বেশ কিছু নথি জমা দিয়েছিলেন শ্রেয়া।

আরও পড়ুন: Omicron: ওমিক্রন-টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের, বিদেশ ভ্রমণের রেকর্ড থাকলে তবেই জিনোম সিকোয়েন্সিং

Continues below advertisement

রোজভ্যালি-কাণ্ডে এর আগেও তলব করা হয়েছিল শ্রেয়াকে। সেই সময়ে বেশ কিছু নথিও জমা দিয়েছিলেন শ্রেয়া। জানা যায়, তাঁর ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি রয়েছে। সেই কোম্পানির সঙ্গে রোজভ্যালি-কাণ্ডের যোগ সূত্র মিলতেই, তাঁকে তলব করেছিল ইডি।

এর আগে, নারদ কাণ্ডেও (Narada Scam) শ্রেয়ার নাম সামনে এসেছিল। শোভন চট্টোপাধ্যায়কে জেরার সময়ই শ্রেয়ার নাম জানতে পারেন তদন্তকারীরা। শ্রেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কার কার সঙ্গে, কত টাকার লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। সেই সময় ইডি সূত্রে জানা যায়, রোজভ্যালির কাছ থেকে শ্রেয়া এবং তাঁর মায়ের অ্যাকাউন্টে দু’কোটি টাকা ঢুকেছিল।

তার প্রেক্ষিতে শ্রেয়া জানিয়েছিলেন, ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসা রয়েছে তাঁর। মন্দারমনির হোটেল এবং পার্কস্ট্রিটের অফিস সাজাতে রোজভ্যালির সঙ্গে চুক্তি হয় তাঁর। তার পারিশ্রমিক হিসেবেই ওই টাকার লেনদেন হয়। সাধনও সেই সময় মেয়ের পাশেই দাঁড়ান। জানিয়ে দেন, কাজের জায়গায় যথেষ্ট সুনাম রয়েছে মেয়ের। কোনও রকম গন্ডগোলে নেই শ্রেয়া। এ বার সরাসরি শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই।