সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : কোথায় গেল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-সমান (World Trade Centre) দুর্নীতির খতিয়ান ? আদালতে পাহাড় সমান দুর্নীতির প্রমাণ দেওয়ার কথা বললেও, তা পেশ করল না সিবিআই (CBI)। দুর্নীতি নিয়ে ছোট রিপোর্ট দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানুষ ভাবতে শুরু করেছে এই মামলায় কিছু হবে না, মন্তব্য় করলেন বিচারপতি।


৯/১১-র ২২ বছর পর, সেই দিনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতি তুলে ধরা হবে বলে দাবি করলেও, হাইকোর্টে এদিন 'ছোট আকারে' রিপোর্ট জমা দেওয়ার কথা জানাল CBI। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বসল ঠিকই। কিন্তু নিয়োগ দুর্নীতির খতিয়ান দিল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এজলাসে সিবিআইয়ের আইনজীবী বললেন, মানুষের প্রত্যাশা আছে। এই দুর্নীতি নিয়ে ছোট রিপোর্ট আকারে জমা দেব। আর এর উত্তরে বিচারপতি বললেন, মানুষ ভাবতে শুরু করেছে এই মামলায় কিছু হবে না। দেখুন কী করা যায়।

সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে বলেন, আজকের দিনটি কেবল ধ্বংসের দিন নয়। আজকের দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতাও করেছিলেন। যদিও, সিবিআইয়ের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের তো কিছু একটা করতে হবে। সাধারণ মানুষ ভাবছে কী হচ্ছে ?
শেষমেশ কী হয় তা দেখার অপেক্ষা করছে সবাই।

এরপর সিবিআইয়ের আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কীভাবে জড়িত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, কীভাবে দুর্নীতির জাল বিস্তার হয়েছিল, কীভাবে তৎকালীন মন্ত্রী এবং সেক্রেটারি জোর করে চাপে ফেলে কাজ করিয়েছেন, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যের মধ্য়ে কী যোগসূত্র, পার্থর অফিসে মানিকের যাতায়াত, এসব তথ্য়ই উঠে আসবে রিপোর্টে।


এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "এটা বিরোধিতার প্রশ্ন নয়। মানুষের প্রশ্ন। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্রনাথ জৈনরা গ্রেফতার হন, কিন্তু এঁরা কেন গ্রেফতার হন না ? কোর্টের আরও বেশি তৎপরতার মাধ্যমে, এজেন্সির তৎপরতার মাধ্যমে সমস্ত অভিযুক্তর বিরুদ্ধে প্রমাণ আছে। ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করি।"


যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "এগুলো যে সর্বতোভাবে মিডিয়া হেডলাইন করার জন্য কথা বলা । দুঃখের বিষয়, তদন্তকারী সংস্থা রাজনৈতিক নেতাদের মত কথা বলছেন। তাঁরা তো বলবেন ফ্যাক্টের উপর নির্ভর কর। দেখা গেল, তাঁদের কাছে কিছুই নেই।"

শেষ অবধি সিবিআইয়ের রিপোর্টে কী উঠে আসবে? সেটাই দেখার।