CBI at Firhad-Madan House: 'আমি কি চোর? বারবার এই হেনস্থা কেন?', তোপ পুরমন্ত্রীর

Firhad Hakim, Madan Mitra House CBI LIVE Updates: রাজ্যের দুই নেতা-মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, দেখতে থাকুন গুরুত্বপূর্ণ খবরের সব আপডেট...

ABP Ananda Last Updated: 08 Oct 2023 09:04 PM
CBI Raid LIVE Updates: 'আমি কি চোর? বারবার এই হেনস্থা কেন?', তোপ পুরমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য়ের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সাড়ে নয় ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালাল CBI. আমি কি চোর? বারবার এই হেনস্থা কেন? সিবিআই বাড়ি থেকে বেরিয়ে যেতেই সুর চড়ালেন ফিরহাদ হাকিম। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

Firhad-Madan Mitra CBI LIVE Updates: 'তুমি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যেতে পার বিজেপিতে, আমি যাব না', তোপ ফিরহাদের

তল্লাশি পরে সাংবাদিক বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন ফিরহাদ। সাংবাদিক সম্মেলনে বসে ফিরহাদ হাকিম বলেন, 'তুমি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যেতে পার বিজেপিতে, আমি যাব না। আমি আমার আদর্শ ছেড়ে যাব না।'

CBI Raid LIVE Updates: ফিরহাদের মুখে নারদা প্রসঙ্গ

নারদা প্রসঙ্গেও উঠে আসে ফিরহাদের মুখে। তাঁর তোপ, 'যা ইচ্ছে তাই করছে। একবার হয়েছে নারদা। ভাবলাম আমি ভাবলাম কোর্টে এর বিচার পাব। সেখানে বিচার হবে না। একতরফা অ্যারেস্ট হয়েছে। একই কেসে শুভেন্দুও রয়েছে। ও গ্রেফতার হয়নি। কোনওদিন চার্জফ্রেম হবে না। কোনওদিন বিচার পাব না। হয়তো রাজীব গাঁধীর মতো মৃত্যুর পর বিচার পাব। কিন্তু এ কী আমার ফ্যামিলি হ্যারাসড হচ্ছে। বিজেপিকে বলে দিই। জেলে রাখুন আমাকে। কিন্তু অপমান করবেন না।' তাঁর প্রশ্ন, 'নারদায় কী আমার অন্যায় করেছি? আদালতের হুকুম ছিল। আমি জেল খেটেছি। হাসপাতালে শুয়ে থাকিনি।'

Firhad-Madan Mitra CBI LIVE Updates: সিবিআই তল্লাশির পরে সাংবাদিকের মুখোমুখি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

সিবিআই তল্লাশির পরে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ক্ষোভে ফেটে পড়েন তিনি। আবেগে গলা কাঁপতেও দেখা যায় ফিরহাদের। তিনি বলেন, 'বাংলার রাজনীতিতে অনেকদিন হয়ে গেল আমার। আমি কী চোর? বারবার হ্যারাসমেন্ট কেন?

CBI Raid LIVE Updates: সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ফিরহাদকে! কী উঠে এল তদন্তে?

সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি! ফিরহাদ হাকিমের বাড়ি থেকে বেরোল CBI

Firhad-Madan Mitra CBI LIVE Updates: 'যদি কেউ ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিৎ', মন্তব্য সাংসদ দেবের 

'যদি কেউ ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিৎ। তবে এটা যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তাহলে তা খারাপ', মন্তব্য তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের। 

Firhad-Madan Mitra CBI LIVE Updates: বাংলার ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব: মদন মিত্র

'বাংলার ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। তবে, দুর্নীতি নয়। অয়ন শীলের সঙ্গে কোনও সম্পর্ক নেই',  সিবিআই তল্লাশির প্রসঙ্গে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের।

CBI Raid LIVE Updates: বাড়িতে সিবিআই তল্লাশির পরেই রাজভবনের গেটে তৃণমূল ধর্নামঞ্চে মদন মিত্র

সিবিআই তল্লাশির পরেই ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে সোজা রাজভবনের গেটে তৃণমূল ধর্নামঞ্চে পৌঁছলে মদন মিত্র।

Firhad-Madan Mitra CBI LIVE Updates: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আইএএস-এর থেকে মেলা তথ্যের ভিত্তিতে পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ?

পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়ের থেকে মেলা তথ্যের ভিত্তিতে পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ?বৃহস্পতিবার আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি-র থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতেই ফিরহাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের?

CBI Raid LIVE Updates: সকাল ৯.১৫: পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই, এখনও চলছে তল্লাশি

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরহাদ ও মদনের বাড়ি ঘিরে তল্লাশি। সকাল ৯.১৫: পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই, এখনও চলছে তল্লাশি। সকাল ৯.৪৫: মদনের বাড়িতে ঢোকে সিবিআই, দুপুর ২.৩০: মদনের বাড়ি থেকে বেরোয় সিবিআই

Firhad-Madan Mitra CBI LIVE Updates: 'আপত্তি থাকলে আদালতে যাক', সিবিআই তল্লাশি নিয়ে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরীর

সিবিআই স্বতন্ত্র সংস্থা। তারা তাদের মতো তদন্ত করছে। আপত্তি থাকলে আদালতে যাক। সিবিআই তল্লাশি নিয়ে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরীর। 

CBI Raid LIVE Updates: দ্রুত তদন্ত শেষের দাবি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির

মদন-ফিরহাদের বাড়িতে CBI হানা,  দ্রুত তদন্ত শেষের দাবি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। 

Kolkata CBI Raid LIVE Updates: ফিরহাদ-মদনের বাড়িতে CBI তল্লাশি নিয়ে তোপ তৃণমূলের

'ক্ষমতায় থাকা মানুষের থেকে মানুষের ক্ষমতা অনেক বেশি, আমরা কারও কাছে মাথা নত করব না', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের 

CBI Raid LIVE Updates: 'এই করে তৃণমূলকে দমানো যাবে না',  সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের

'অভিষেকের ধর্না হিট, বিজেপির উপর চাপ বাড়ছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য, রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন, তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে, এই করে তৃণমূলকে দমানো যাবে না',  সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

Firhad-Madan Mitra CBI LIVE Updates: মদন মিত্রর বাড়ি থেকে বেরল CBI, ফিরহাদের বাড়িতে এখনও চলছে জিজ্ঞাসাবাদ

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সাতসকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ম্যারাথন তল্লাশি চলে। এরপর মদন মিত্রর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। এখনও ফিরহাদ হাকিমের বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ, এমনটাই সূত্রের খবর। 

Kolkata CBI Raid LIVE Updates: কেন্দ্রীয় বাহিনী দিয়ে চেতলা ও ভবানীপুরের বাড়ি ঘিরে ম্য়ারাথন তল্লাশি

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ম্যারাথন অভিযানের তিন দিনের মাথায় তল্লাশি সিবিআইয়ের। সকাল ৯.১৫ মিনিটে পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই। এরপর সকাল ৯.৪৫ মিনিটে মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়ের থেকে মেলা তথ্যের ভিত্তিতে পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ? বৃহস্পতিবার আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি-র থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতেই ফিরহাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের? সেই প্রশ্নই উঠছে

CBI Raid LIVE Updates: দমদম পুরসভার বর্তমান চেয়ারম্যান হরেন্দ্র সিংহর বাড়িতে সিবিআই হানা

ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ি ছাড়াও ১০ জায়গায় সিবিআই তল্লাশি। দমদম, হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, নিউ ব্যারাকপুর, টাকি। সিবিআই-নজরে বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানরা। দমদম পুরসভার বর্তমান চেয়ারম্যান হরেন্দ্র সিংহর বাড়িতে সিবিআই হানা। 

Kolkata CBI Raid LIVE Updates: ED-র হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর আরেক কেন্দ্রীয় এজেন্সি

ED-র হানার ৩ দিনের মাথায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর আরেক কেন্দ্রীয় এজেন্সি। চেতলায় ফিরহাদ হাকিম, ভবানীপুরে মদন মিত্রর বাড়ি ছাড়াও উত্তর ২৪ পরগনার হালিশহর, কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, টাকি, দমদম এবং নদিয়ার
কৃষ্ণনগর পুরসভার বর্তমান ও প্রাক্তন পুর চেয়ারম্যানরা। 

CBI Raid LIVE Updates: টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ

জেলায় জেলায় সিবিআই হানা


হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি। কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের। কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও সিবিআই। টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ। 

CBI Raid LIVE Updates: পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা

পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে চেতলা ও ভবানীপুরের বাড়ি ঘিরে ম্য়ারাথন তল্লাশি

CBI Raid LIVE Updates: হালিশহর, কাঁচরাপাড়ার পর কৃষ্ণনগরেও সিবিআই

হালিশহর, কাঁচরাপাড়ার পর কৃষ্ণনগরেও সিবিআই। কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই। কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ

CBI At Madan Mitra House LIVE Updates: সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআই

ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআই

CBI Raid LIVE Updates: ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ির সঙ্গেই হালিশহর-কাঁচরাপাড়াতেও সিবিআই হানা

ফিরহাদ হাকিম, মদন মিত্রর বাড়ির সঙ্গেই হালিশহর-কাঁচরাপাড়াতেও সিবিআই হানা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে হালিশহর-কাঁচরাপাড়াতেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি। কাঁচরাপাড়ায় তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও তল্লাশি সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

Firhad-Madan Mitra CBI LIVE Updates: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশির পর এবার ফিরহাদ মদনের বাড়িতে সিবিআই

এর আগে ৫ সেপ্টেম্বর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রীর বা়ডিতে উনিশ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এছাড়াও আরও ৯ জনের বাড়ি এবং চারটি পুরসভাতেও ম্যারাথন তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। তালিকায় ছিল কামারহাটি, দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া, মধ্যমগ্রাম পুরসভা। শুধু পুরসভাই নয়, প্রাক্তন চেয়ারম্যান থেকে বর্তমান ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আইএএস, পুরকর্মীর বাড়িতেও তল্লাশি চালান ইডির তদন্তকারীরা। 

FIrhad Hakim, CBI LIVE Updates: পুর দুর্নীতি নিয়ে ফিরহাদকে জিজ্ঞাসাবাদ

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার খোদ পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই । চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা। মেয়রের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী। শুরু জিজ্ঞাসাবাদ 

CBI At Madan Mitra House LIVE Updates: মদনের বাড়িতে সিবিআই

মদন মিত্রের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভবানীপুরে কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতেও সিবিআই। পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি। হাইকোর্টের নির্দেশে তল্লাশি চালাচ্ছে সিবিআই। 

CBI At Firhad Hakim House LIVE Updates: চেতলায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। চেতলায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিতেই এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তল্লাশি চালাচ্ছে সিবিআই। 

প্রেক্ষাপট

কলকাতা: ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI)। পুরমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে চেতলায় পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। চেতলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে তল্লাশি সিবিআইয়ের। সকাল ৯টা নাগাদ পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই । 


অন্যদিকে, মদন মিত্রের (Madan Mitra) বাড়িতেও সিবিআই। ফিরহাদের পর মদনের বাড়িতেও সিবিআই। ভবানীপুরে (Bhowanipur) মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআই। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.