প্রকাশ সিন্হা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) সুপারের পর এবার ডাক্তারকে তলব সিবিআইয়ের (CBI)। 'নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ধৃতদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে জেলের ডাক্তারকে। এসএসসি (SSC) -দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্যদের (Manik Bhattacharya) সম্পর্কে করা হবে জিজ্ঞাসাবাদ।
সোমবার নিজাম প্যালেসে হাজিরা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল CBI. সোমবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রেসিডেন্সি জেলে ইমেল করে পাঠানো হয়েছে তলবের নোটিস।
পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত একাধিক ব্যক্তি বন্দি রয়েছেন এই জেলে। সেই বন্দিদের সম্পর্কে জেলের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
একাধিক অসুস্থতার কারণে জামিনের আর্জি কেন? আদালতে একাধিকবার বন্দিরা নিজেদের অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানিয়েছেন। এমনকী তাঁরা অভিযোগ তোলেন, জেলে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে তদন্তকারীরা জেলের চিকিৎসকের কাছে জানতে চান, ধৃতদের শারীরিক অবস্থা কেমন? জেলে কি তাঁরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না?
এর আগে, কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। চিঠিতে CBI ও ED-র বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন কুন্তল ঘোষ। তদন্তকারীরা জেলের চিকিৎসকের কাছে জানতে চান, কোনও ক্ষত বা জখমের কথা তাঁর কাছে কুন্তল বলেছিলেন কিনা?
কুন্তল ঘোষের চিঠি সম্পর্কেও জেলের ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই (CBI) । সূত্রের খবর, গতকালই জেলে ইমেল করে পাঠানো হয়েছে তলবের নোটিস। সোমবার প্রেসিডেন্সি জেলের ডাক্তারকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে।
আরও পড়ুন: Panchayat Election 2023: 'হিংসায় ইন্ধন দিচ্ছেন BJP-র রাজ্য সভাপতি', সুকান্তর পাল্টা শান্তনু