প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, বিধাননগর: ভোট-পরবর্তী হিংসা মামলায় এবার বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) সিবিআইয়ের তলব। সে তলবে ডাক দিয়ে হাজিরা দেওয়ার পর মঙ্গলবার, তাঁকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০২১-বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন, ৩ মে কেষ্টপুরের বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায় কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলার প্রেক্ষিতেই বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। যে ডাকে তিনি সাড়া দেন।


ঠিক কী হয়েছিল


২০২১’এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন ৩ মে থেকে নিখোঁজ ছিলেন রাজারহাট-গোপালপুর বিধানসভার অন্তর্গত দমদম পার্কের হরিচাঁদ পল্লির বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিত্‍ দাস। এরপর ২৩ মে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তৃণমূলের কর্মীরা মারধর করে তাঁকে ঝুলিয়ে দিয়েছে। অভিযোগের তির ছিল তত্‍কালীন স্থানীয় তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটরের অনুগামীদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায়, কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তও করেছে CBI। একাধিকবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। 


তদন্তে দেবরাজের নাম


সূত্রের দাবি, তদন্তে উঠে আসে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর নাম। সেই সূত্রেই এদিন দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ান খতিয়ে দেখার পর, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে CBI সূত্রে দাবি।


ক্রগামত ধরপাকড়


ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। দীর্ঘ দিন ধরে তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত অগাস্ট মাসের শেষে আচমকাই তাঁদের একটি দল বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। কঙ্কালীতলা-সহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ জনকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তিন জনকে আটক করা হয়েছিল। তলব করা হয়েছিল আরও তিন জনকে। 


আরও পড়ুন- প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, বলল পর্ষদ