নয়া দিল্লি: বাংলার (West Bengal) বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য ৪৭৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


গতবছর বন্যা, ধস, তুষার ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাংলা-সহ মোট ৫টি রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। মোট বরাদ্দ ১ হাজার ৮৮৭ কোটি টাকা। তার মধ্যে  বিহার সরকারের জন্য ১ হাজার ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রাজস্থানের জন্য ২৯২ কোটি, সিকিমের জন্য প্রায় ৬০ কোটি এবং হিমাচল প্রদেশের জন্য প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করা করেছে কেন্দ্র। 


ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ)-এর অধীনে প্রভাবিত এই পাঁচ রাজ্যের সহযোগিতায় অর্থ বরাদ্দের অনুমোদন দিল উচ্চ-পর্যায়ের ওই কমিটি। 


তৃণমূলকে কটাক্ষ


এদিকে, লোকসভায় আলোচনার সময় তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বলেন, বিরোধীদের খুন-ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়। অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বুধবার The Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022 নিয়ে লোকসভায় আলোচনার সময় তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, "কে চায় না সব জায়গায় নিজেদের সরকার গড়তে? আপনারাও তো গোয়া, ত্রিপুরায় গিয়েছেন। আপনারা যান, এতে আপত্তির কী রয়েছে? আপত্তি তাঁদের হতে পারে, যাঁদের মনে ক্ষমতা হারানোর ভয় রয়েছে। আমরা নির্বাচন, মতাদর্শে মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই। কিন্তু বিরোধীদের কর্মীদের খুন করে, মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।" 


অন্যদিকে, লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘভাতার  ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩১ থেকে বেড়ে  হচ্ছে ৩৪ শতাংশ। রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে হল ৩১ শতাংশ। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনে নামছে একাধিক কর্মী সংগঠন।