কলকাতা : আবাস দুর্নীতির (Awas Scam) অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Team) আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুটি দল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) এবং মালদায় (Malda) আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছিল।


এবারও কেন্দ্রের যে ৫টি দল বাংলায় আসছে, তারা ফের যাবে পূর্ব মেদিনীপুর এবং মালদায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলকে সর্বতোভাবে যেন সহযোগিতা করে রাজ্য প্রশাসন। কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়।


পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গরিবদের বঞ্চিত করে, পাকা বাড়ি থাকা সত্ত্বে আত্মীয়-ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়ার। কোথাও আবার নাম জড়িয়েছে বিজেপির। 


এই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, এই দুদিন রাজ্য়ে ছিল কেন্দ্রীয় দল। পূর্ব মেদিনীপুর এবং মালদার বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্য়রা। শনিবার তারা ফিরতে না ফিরতেই আরও ১৫ জেলায় কেন্দ্রীয় দল আসবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী!


তিনি বলেন, পাকা বাড়িতে আগে ইন্দিরা আবাস যোজনা গীতাঞ্জলি পাওয়া বাড়িতে যদি টাকা দিয়ে থাকেন, তাহলে টাকা ফেরত করাব। ইতিমধ্যে মালদা ও পূর্ব মেদিনীপুরে টিম এসেছে। আমার অভিযোগে এসেছে। বিরোধী দলনেতার অভিযোগে। আগামী সপ্তাহে আরও ১৫টা জেলায় টিম আসবে। একদম অঞ্চল, ব্লক, গ্রাম সংসদ ধরে ধরে চোরদের যদি চিহ্নিত করতে না পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।


এর আগে একাধিক ইস্য়ুতে, শুভেন্দু অধিকারীর মুখে কেন্দ্রীয় এজেন্সি সংক্রান্ত হুঁশিয়ারিকে হাতিয়ার করে, বিজেপির বিরুদ্ধে এজেন্সি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। এবারও কেন্দ্রীয় দল নিয়ে বিরোধী দলনেতার হুঁশিয়ারির প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে দেউলিয়াপনার অভিযোগ তুলে, সুর চড়ায় তারা।


আরও পড়ুন ; আবাস দুর্নীতির তদন্তে রাজ্যের আরও ১৫টি জেলায় আসছে কেন্দ্রীয় দল, জানালেন শুভেন্দু