কলকাতা: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে বিবাদের জের। কেরোসিন ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে। দুই ভাসুরকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ। ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় এনআরএসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। গতকাল গভীর রাতে মধ্য কলকাতার তালতলা লেনের বাড়ি থেকে গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। 


 






শিলিগুড়িতে গৃহবধূ খুন: কিছুদিন আগে শিলিগুড়িতে (Siliguri) বধূ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ১ ব্যক্তিকে। বকেয়া ৭০০ টাকার জন্য খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার পর অভিযুক্তদের বাড়ি ভাঙচুর এলাকাবাসীর। পলাতক আরও ২ অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ (Police)।                                     


কী অভিযোগ?  মাত্র ৭০০ টাকা! আর তার জন্যই এক মহিলাকে খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে। প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। মৃতের নাম শান্তি বর্মন। বয়স ৫৫‍। তাঁর বাড়ি শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায়।


কী ঘটেছে? মৃতের পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে স্থানীয় একটি দোকান থেকে ধারে ৭০০ টাকা দামের একটি শাড়ি কেনেন এই মহিলা। মঙ্গলবার শাড়ির দাম চাইতে আসেন শাড়ি বিক্রেতা দুই ভাই ও তাঁদের একজনের স্ত্রী। এই তিনজনের সঙ্গে বর্মন পরিবারের বচসা বেধে যায়। অভিযোগ, সেইসময় মারধর করা হলে মৃত্যু হয় শান্তির।