East Midnapur News: বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, বৈঠক চলাকালীন হাতাহাতি দু’পক্ষের

এই প্রেক্ষাপটে নন্দকুমারে বিজেপির সাংগঠনিক বৈঠকে অশান্তি ঘিরে, দলের অন্দরেই তীব্র হল চাপানউতোর। বিজেপি নেতা সুকুমার বেরার কথায়,  ওরা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছিল। কথা কাটাকাটি হয়। কয়েকজন মিলে ওদের সরিয়ে দেয়। 

Continues below advertisement

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিজেপির (BJP) কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমার (Nandakumar)। বৈঠক চলাকালীন হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। বিজেপি (BJP) জেলা সভাপতির দাবি, এমন কোনও কর্মসূচির অনুমোদন দেয়নি দল। আর এই নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল (TMC)। 

Continues below advertisement

বচসা থেকে ধাক্কাধাক্কি। আঙুল উঁচিয়ে একে অপরের দিকে তেড়ে যাওয়া। বুধবার পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে, বিজেপির সাংগঠনিক বৈঠকে, এভাবেই হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। ফের সামনে চলে এল বিজেপির অন্তর্কলহ। বিজেপির (BJP) নতুন কমিটি ঘোষণা ঘিরে জেলায় জেলায় ছড়িয়েছে অসন্তোষের সুর। বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন ময়নার বিজেপি বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। 

এই প্রেক্ষাপটে নন্দকুমারে বিজেপির সাংগঠনিক বৈঠকে অশান্তি ঘিরে, দলের অন্দরেই তীব্র হল চাপানউতোর। বিজেপি নেতা সুকুমার বেরার কথায়,  ওরা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছিল। কথা কাটাকাটি হয়। কয়েকজন মিলে ওদের সরিয়ে দেয়। 

বিজেপির (bjp) প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ মান্নার কথায়, এটা গ্রুপবাজির মিটিং।  যারা নতুন এসেছে দাদার অনুগামী হিসেবে। আমরা জানতে চাইলে ঠেলাঠেলি করে। এটা দলবিরোধী কাজ। দলের সাংগঠনিক বৈঠক যিনি ডেকেছিলেন সেই সুকুমার বেরা, ২০২০-র ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন।

এবার পুরভোটে তমলুকের নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। যদিও এই বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপির জেলা সভাপতি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, এধরনের সভার অনুমোদন ছিল না। বিজেপির লোকেরা গিয়ে ভন্ডুল করার জায়গায় যায়নি। কারণ দলের অনুমোদিত নয়। 

বিজেপির বৈঠকে দু’পক্ষের হাতাহাতি গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের। তৃণমূল বিধায়ক সুকুমার দের মন্তব্য, বিজেপির আদি-নব্যর লড়াই চলছে লোকসভা ভোট থেকে এখন প্রকট আকার নিয়েছে। সারা বাংলায় এদের মুষলপর্ব চলছে। সব মিলিয়ে বিজেপির অন্তর্কলহ ঘিরে চড়ছে তরজার পারদ।


বিজেপির বৈঠকে হাতাহাতি

Continues below advertisement
Sponsored Links by Taboola