কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তুলেছেন নিহতের দাদা।


অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন: ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল শিয়ালদা আদালত। অভিযুক্তদের মধ্য়ে ১০ জন এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে। বাকি ১০ জন পলাতক। ২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার।  পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে।                             

হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল।অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, এদিন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই।  মামলার পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি। ওইদিনই সাক্ষ্য়গ্রহণ শুরু হবে।


সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election) আর তার আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ (Murshidabad)। গতরাতে ফরাক্কা ও খড়গ্রামের পর এবার নবগ্রামে (Nabagram) ঝরল রক্ত। তৃণমূল কর্মীকে (TMC Worker) লক্ষ্য করে গুলি করা হল বলে খবর। তৃণমূল কর্মীর বুকে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে গুলি বুক ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। অবস্থা স্থিতিশীল হলেও অস্ত্রোপচার হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সূত্রের খবর, পিকনিকের সময় ওই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।            


আরও পড়ুন: Mamata Banerjee: মোমোর পর এবার চা, নিজের হাতে বানিয়ে দোকানদারকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী