কলকাতা:  গানের ভাষা মেলাল কলকাতা (Kolkata) আর কিউবাকে (Cuba)। কলকাতায় এসে গান গাইলেন চে গেভারার (Che Guevara) মেয়ে। নাচলেন বাংলা গানের তালে। যাদবপুরের পর, বাম ছাত্র-যুবদের উচ্ছ্বাসে উত্তাল হল কলেজস্ট্রিট (College Street)। গতকাল, সকালে কলকাতায় আসেন চে গেভারার মেয়ে ও নাতনি।                                                                 


কলেজ স্ট্রিটে তাঁদের গণসংবর্ধনার আয়োজন করে বামপন্থী ছাত্র-যুব সংগঠন। কলেজস্ট্রিট কার্যত ঢেকেছিল চে গেভারার পোস্টার-ব্যানারে। কোথাও কিউবার লড়াই-সংগ্রামের ইতিহাস, কোথাও, তুলে ধরা হয়েছিল বলিভিয়ার জঙ্গলে চে-র যুদ্ধের কথা। রবিবার, দেশে ফিরবেন চে গেভারার মেয়ে আলেইদা এবং নাতনি এস্তেফানিয়া। ৫৬ বছর হল তিনি নেই। কিন্তু বিশ্বের প্রতিটি অংশে জীবন্ত তাঁর মতবাদ। তিনি চে গেভারা। কালজয়ী সেই বিপ্লবীর জয়গাথা শুনল কলকাতা। চে-র মেয়ের মুখে। ২৪ বছর আগে, মায়ের সঙ্গে এসেছিলেন কলকাতায়। তিলোত্তমায় এসে জানালেন, আন্দোলন আর উন্মাদনায় সেদিনের কলকাতা আছে, কলকাতাতেই।                                                    


আরও পড়ুন, বাবা সিপিএম নেতা, এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি; তৃণমূলে যোগ দিয়ে কুন্তল হয়ে উঠলেন প্রভাবশালী


প্রসঙ্গত, কলকাতা সফরে এসেছেন চে গেভারার মেয়ে ও নাতনি। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁদের সংবর্ধনা দেয় বামপন্থী ছাত্র-যুব সংগঠন। এরপর একাধিক কর্মসূচিতে যোগ দেন চে গেভারার মেয়ে এবং নাতনি।                                                                                              


শুক্রবার সকাল ৮টা। দিল্লি থেকে কলকাতায় পৌঁছন চে-র মেয়ে এবং নাতনি।  প্রবল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে এই শহরে তাঁদের স্বাগত জানান উপস্থিত বামপন্থী ছাত্র-যুবরা! কলকাতায় পৌঁছনোর পরে প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের একটি অনুষ্ঠানে যোগ দেন পেশায় চিকিৎসক আলেইদা। এরপর তিনি যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের গণসংবর্ধনা দেওয়া হয়।