সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবর। দুই সরোবরেই নিষিদ্ধ ছট পুজো। সেই কারণে, বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ দুই সরোবরের গেট। বসেছে পুলিশ পিকেট। বিকল্প হিসেবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।


বৃহস্পতিবার ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA।  দু'টি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটি গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স। 


বুধবার রাত ৮টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। দুই সরোবরেই মোতায়েন করা হয়েছে পুলিশ। কংক্রিটের জঙ্গল কলকাতায় চোখ জুড়োনো সবুজ দেখা মেলে রবীন্দ্র সরোবরে। সেই টানে সকাল-বিকেল এখানে ছুটে আসেন বহু মানুষ। ফুসফুসে ভরে নেন টাটকা অক্সিজেন। এই সরোবর কলকাতার ফুসফুসের মতোই কাজ করে। শহরের মধ্যে এক টুকরো সবুজের সন্ধান মেলে এই রবীন্দ্র সরোবরেই। গত বেশ কয়েক বছর ধরেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর উদযাপন করা নিষিদ্ধ। প্রত্যেক বছরই বিশেষ নিরাপত্তার বলয়ে ছটের সময়ে মুড়ে ফেলা হয় এই সরোবরকে। অন্যান্য বছর বাঁশ দিয়ে গেট আটকানো থাকলেও অনেক সময়ে বাঁশ ভেঙ্গে সরোবরে ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটে। সেই কারণেই এই বছর বিশেষ নিরাপত্তা বলয়ের আয়োজন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মীরাও। সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে কবে পর্যন্ত বন্ধ থাকবে সরোবর।


সেখানে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রশাসনের পাশাপাশি, মাঠে নেমেছেন পরিবেশকর্মীরাও। বিভিন্নভাবে তাঁরা সচেতন করছেন সাধারণ মানুষকে। তাঁদের কথায়, 'আমরা তো আগেই পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেছি। যতটুকু রয়েছে, তারও যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একটা সময়ে মানুষের কাছে টাকা থাকবে, ফ্ল্যাট থাকবে কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন থাকবে না। এই টুকুই বার্তা দেওয়ার।' রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের দরজা বন্ধ থাকলেও বিকল্প হিসেবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।


আরও পড়ুন: Sourav Das: চুরি হওয়া গাড়ি কিনে বিপাকে সৌরভ! খুঁজে বের করতে পারবেন 'তুরুপের তাস'-কে?