সঞ্চয়ন মিত্র, কলকাতা : চড়া পেট্রোল-ডিজেল (pretrol - diesel )। লাগামছাড়া রান্নার গ্যাসের দাম। আগুন শাক-সবজির দামও। সবমিলিয়ে, দামের ঠেলায় নাভিশ্বাস সাধারণ মানুষের। পরিস্থিতি এমনই যে, পকেটের হাল ফেরাতে বাড়িতে লেবু-লঙ্কা ঝোলানোরও আর উপায় নেই।
মূল্যবৃদ্ধির ঠেলায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের
রবিবাসরীয় দুপুর তো অতীত। দামের জন্য ন’মাসে ছ-মাসে মধ্যবিত্তর পাতে পড়ে পাঁঠার মাংস। এবার মুরগীর মাংসের দামও যেভাবে, লাফিয়ে বাড়ছে, তাতে টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। ফের বাড়ল মুরগির মাংসের দাম। হাত ছোঁয়ানো দিনে দিনে কষ্টসাধ্য হয়ে পড়ছে! সবমিলিয়ে, দিনে দিনে মূল্যবৃদ্ধির ঠেলায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পাইকারি বাজারে গোটা মুরগির দাম দেড়শো পেরিয়েছে। সরকারি ন্যায্য মূল্যের দোকানে কাটা মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। খোলা বাজারে মুরগির মাংসের দাম ২৭০-২৮০ টাকা। দামের ঠেলায় টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম, তাতে ক্রেতাদের পকেটে রীতিমতো ছ্যাঁকা লাগার উপক্রম।
পাতিলেবুর দামও চড়ছে চড়চড়িয়ে
জ্বালানির দাম বাড়ায় ভিনরাজ্য থেকে আসা পাতিলেবুর দামও চড়ছে চড়চড়িয়ে। সবমিলিয়ে, দাম বৃদ্ধির ঠেলায় মহাবিপদে মধ্যবিত্ত।
সম্প্রতি, মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবজির মালা গলায় ঝুলিয়ে মিছিল করে বিজেপি। দলের রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে ধর্মতলায় ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে ভারতীয় জনতা মজদুর সেলের সদস্যরা। গলায় সবজির মালা ঝুলিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে বিজেপি ।
আজকের শিরোনাম ( সকাল ১০ টা )
- বহরমপুরে কলেজছাত্রী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের পর পালানোর পথ আগেই ঠিক করে রাখে সুশান্ত। পাঁচিল টপকে পালাতে বাঁকানো হয়েছিল পেরেক। যদিও হয়নি শেষরক্ষা।
- খুনের ৩ দিন আগে বহরমপুরে ঘাঁটি গাড়ে সুশান্ত। ভরসন্ধেয় খুনের ছক। স্থানীয়দের ভয় দেখাতে আনে খেলনা বন্দুক। নেপথ্যে কার মদত? তদন্তে পুলিশ
- বহরমপুরে কলেজছাত্রী খুনে লাগাতার জেরার মুখেও নির্বিকার সুশান্ত। ছক কষেই খুন সুতপাকে, জানায় হাসতে হাসতে। খবর পুলিশ সূত্রের।
- পলাশিপাড়ায় একই পরিবারের ৩ জনকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। বাড়ির সামনে পাথর ফেলা নিয়ে অশান্তির জেরে খুন। আগেই হুমকি দিয়েছিল ধৃত, দাবি পুলিশের।
- জমি বিবাদে দুই প্রতিবেশীর বিবাদ, মগরাহাটে কুপিয়ে খুন। গুরুতর জখম আরও ২। দুই অভিযুক্ত গ্রেফতার।
- মাটি পাচারে মদত দিচ্ছেন দলের ব্লক সভাপতি। টাকা নিচ্ছেন আইসি। বিস্ফোরক অভিযোগ রতুয়ার তৃণমূল বিধায়কের।
- দিল্লির পর রাজস্থান। পতাকা তোলা ঘিরে হিংসায় অশান্ত যোধপুর। ১০টি থানা এলাকায় কার্ফু। ৯৭জনকে গ্রেফতার করল পুলিশ।
- গো-হত্যার সন্দেহে মধ্যপ্রদেশে ২ আদিবাসীকে পিটিয়ে খুন। বজরং দলের বিরুদ্ধে অভিযোগ। সন্দেহভাজনদের আটকের দাবি পুলিশের।
- রাজ্যজুড়ে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেলে ভিজতে পারে কলকাতাও। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।