সৌভিক মজুমদার, কলকাতা:
ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভায় 'না' প্রধান বিচারপতির (High Court Denies Permission For ISF Meeting)। 'রাজ্যর নির্ধারিত স্থানে সভা করতে হবে', বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ খারিজ করে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'গত বছরের গণ্ডগোল সভা চলাকালীন নাকি তার পরে হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয় ', মন্তব্য করেন প্রধান বিচারপতি। আরও বলেন, 'ওই দিন ওই এলাকায় একাধিক অনুষ্ঠান রয়েছে। ম্যারাথন রয়েছে। এই সব অনুষ্ঠানের থেকে ম্যারাথন বেশি গুরুত্বপূর্ণ।'


শুনানিতে যা হল...
রাজ্য হাইকোর্টে জানাল, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্য কোথাও জায়গা দেওয়া যেতে পারে। তবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে না কারণ সেখানে শিশুদের একটি অনুষ্ঠান আছে, জানায় রাজ্য। 'দুপুর ২:৩০টা  থেকে সভা হবে, ভিনটেজ কার ‍র‍্যালি হবে সকাল থেকে। অসুবিধা কোথায়?', রাজ্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এও বলেন, 'আপনারা কেন্দ্রীয় বাহিনী চাইলে দিতে পারি।' এর পর আইএসএফকে প্রশ্ন করেন, 'ওই এলাকার ২ কিলোমিটারের মধ্যে অন্য কোনও জায়গায় জায়গা দিতে প্রস্তুত রাজ্য। আপনারা রাজি?' জবাবে আইএসএফ- এর আইনজীবী জানান, তাঁরা রাজি নন। তাঁদের যুক্তি, রাজ্য চায় স্রেফ শাসক দল তৃণমূল ওখানে সভা করুক।'রাজ্য পাল্টা দাবি করে, 'এই মামলায় মূল অভিযুক্ত নৌশাদ সিদ্দিকি জামিনে মুক্ত হয়েছেন। তবে চার্জশিটে নাম আছে। যিনি মূল অভিযুক্ত, তিনি স্থান নির্বাচন করছেন, মামলা করছেন।' প্রধান বিচারপতির জবাব, 'আমরা দুঃখিত। তাঁর বক্তব্যে বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে।' 
আইএসএফের তরফে সওয়ালে বলা হয়েছিল, ওইদিন তাঁদের প্রতিষ্ঠা দিবস। তাই ওই দিন অনুষ্ঠান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতির মন্তব্। 'বিদেশে লোক জন্মদিনেও ছুটি নেয় না। সপ্তাহান্তে পালন করে। আর আমাদের দেশে ১ জানুয়ারি ছুটি পালন হয়।' সবের পরই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় 'না' করে দেন তিনি।


অশান্তির ইতিহাস...
গত বছর, আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা লাগানো ঘিরে সংঘর্ষ তেতে ওঠে ভাঙড়। হাতিশালায় পতাকা লাগানো ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ বেধে যায় সে বার। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-আইএসএফের। সংঘর্ষে ভাঙড়ে ধুন্ধুমার, আঁচ পড়ে কলকাতায়। ধর্মতলায় অবরোধও হয়। ভাঙচুর করা হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি। ভাঙড়ের ঘটনায় জখম হন ৪ জন। গ্রেফতার করা হয় নৌশাদকে।



আরও পড়ুন:রেললাইনে পড়ে বস্তাবন্দি দেহ, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদে