অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: রেললাইনের উপর বস্তায় বাধা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur Body Recovery) বাখরাবাদ এলাকায়। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়। এদিন ভোরে বাখরাবাদ রেল স্টেশন থেকে কিছুটা দূরে বস্তাটি উদ্ধার হয়। তার পরেই প্রকাশ্যে আসে এই ঘটনা।


কী হল?
বস্তার ভিতরে দেহ দেখতে পান রেলের কর্মীরা। দ্রুত খবর দেওয়া হয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান কেউবা কারা খুন করার পর দেহটি বস্তাবন্দি করে বাইকে নিয়ে এসে রেললাইনের উপর শুইয়ে দিয়ে যায়। তার উপর দিয়ে ট্রেনও চলে গিয়েছে। ঘটনাস্থলে জিআরপি এবং রাজ্য পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্যত্র কোথাও খুন করা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ কুকুরও এসেছে। খড়গপুর জিআরপির ডিএসপি নভেন্দু দে বলেন, 'আজ ভোররাতে এখানে একটা দেহ মেলে। খুন করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। তবে মৃতের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান অন্যত্র কোন জায়গায়  মেরে  পরে তার দেহ নিয়ে এসে রেল লাইনে ফেলা হয়েছে প্রাথমিকভাবে ধারণা। গোটা ঘটনার তদন্ত চলছে।' তদন্তে সাহায্য করছে তারা। এর আগে, ২০২১ সালের নভেম্বর মাসে, বীরভূমের নলহাটি চাতরা স্টেশন থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়িয়েছিল।


সে বার যা হয়েছিল...
বীরভূমের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার হওয়া মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর মেলে। পাশে মোবাইল-সহ বেশ কিছু জিনিস পড়ে ছিল। প্রাথমিকভাবে অনুমান, ট্রেনে কাটা পড়েই তাঁর মৃত্যু হয়।  রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। তবে গত নভেম্বরে কলকাতা মেট্রোয় যে দেহ উদ্ধার হয়েছিল, তা নিয়ে রহস্যের খাসমহল তৈরি হয়। ওই ঘটনায় রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। কোথা থেকে এল দেহ ? কার দেহ ? দানা বাঁধে রহস্য। ঘটনার দিন, সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্যানের নজরে আসে। কীভাবে দুই স্টেশনের মাঝে মেট্রোর লাইনে দেহ এল, তা নিয়ে তৈরি রহস্য ঘনায়। মেট্রো রেল সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সাড়ে ৭০০ মিটার এবং টালিগঞ্জ স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ডাউন লাইনের ট্র্যাকের কাছাকাছি পড়েছিল দেহটি। বছর ৩৫-৪০-এর ওই ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট আর নীল জিন্স। সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্য়ানের নজরে আসে। তিনিই কন্ট্রোল রুমে খবর দেন।


 


আরও পড়ুন:কাঁপছে উত্তরবঙ্গ, 'কোল্ড ডে' পরিস্থিতি, দার্জিলিংয়ে তুষারপাত? জানাল আবহাওয়া দফতর