সৌভিক মজুমদার, কলকাতা: 'আমরা তা হলে ২১ জুলাইয়ের (21 July Meeting) সভাও বন্ধ করে দিই', ধর্মতলায় বিজেপির সভার (BJP Rally Meeting) অনুমতি নিয়ে মামলায় রাজ্যকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির (Chief Justice Of Calcutta High Court)। রাজ্যের তরফে সওয়াল করা হয়েছিল, 'ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে যেখানে সভা হবে, সেটা শহরের কেন্দ্রবিন্দু। ওখানে ২১ জুলাই ছাড়া আর কোন সভা হয় না।' পাল্টা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, '২১ জুলাইয়ের বিশেষত্ব কী?'

  


আর যা...
২৯ নভেম্বর যে সভার আয়োজন করছে বিজেপি, তাত হাজির থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। কিন্তু রাজ্য ডিভিশন বেঞ্চে সওয়াল করে,  ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে সভা হবে, সেটা শহরের কেন্দ্রবিন্দু। সেখানে সভা হলে শহর স্তব্ধ হয়ে যাবে, এমনই যুক্তি ছিল রাজ্য সরকারের আইনজীবীর। হাইকোর্টের প্রধান বিচারপতি তখন পাল্টা বলেন, 'পশ্চিমবঙ্গে এটা নতুন কিছু নয়, কেউ সাধারণ মানুষকে নিয়ে ভাবেন না। সরকারি কর্মচারী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা সকলে রাস্তা আটকে মিছিল করেন। পুলিশ অনুমতি দিয়ে দেয়।' রাজ্যের তরফে ফের সওয়াল করা হয়, ওখানে ২১ জুলাই ছাড়া আর কোন সভা হয় না। তখনই প্রধান বিচারপতির কড়া প্রশ্ন, , '২১ জুলাইয়ের বিশেষত্ব কী?' সঙ্গে সংযোজন, 'বিধিনিষেধ আরোপ করে অনুমতি দিয়ে দিন। আপনারা অযথা সমস্যা তৈরি করছেন।' তিনি আরও বলেন, 'আমরা তা হলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই, অযথা রাজনৈতিক রং দিচ্ছেন।' একই সঙ্গে সব সভা বন্ধ করে দেওয়ারও কথা বলেন প্রধান বিচারপতি। রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্ন ছিল, 'যে নিয়মের কথা আপনারা বলছেন, শাসক দলের সভার ক্ষেত্রে এই নিয়ম আপনারা মানেন?' ধর্মতলায় বিজেপির সভায় এদিন অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এই মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে বিজেপি। ডিভিশন বেঞ্চের নির্দেশের পরে রাজ্য সুপ্রিম কোর্টে গেলে একতরফা শুনানি আটকাতেই এই ক্যাভিয়েট দাখিল করা হয়। 


প্রেক্ষাপট...
গত সোমবার বিজেপিকে ধর্মতলায় সভার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিধিনিষেধ আরোপ করে বিজেপিকে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। সেই মামলার রায়দানেই এদিন ২১ জুলাইয়ের সভা প্রসঙ্গে এই মন্তব্যগুলি করেন প্রধান বিচারপতি।


আরও পড়ুন:বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস, এবার কি ঘূর্ণিঝড় 'মিগজাউম'-র অশনি সঙ্কেত?