নয়াদিল্লি: 'মিধিলি'-র পর কি ফের ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) আশঙ্কা বঙ্গোপসাগরে (Bay Of Bengal)? এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছেন না আবহবিদরা। তবে মৌসম ভবনের পূর্বাভাস, পরশু অর্থাৎ রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় 'সাইক্লোনিক সার্কুলেশন' তৈরি হতে পারে। এর ফলে, ২৭ নভেম্বর অর্থাৎ সোমবার, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর একটি নিম্নচাপ (Deep Depression) দানা বাধার সম্ভাবনা দেখা দিয়েছে, যা কিনা ২৯ নভেম্বরের মধ্যে 'ডিপ্রেশনের' রূপ নিতে পারে। এবার সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় কিনা, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। কারণ, এই বছর বর্ষা-পরবর্তী সময়ে এর মধ্যেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে 'মিগজাউম' ( Cyclone Michaung) ।


'মিগজাউম' নিয়ে দু'কথা...
পশ্চিমবঙ্গ ও ওড়িশা একেবারে কান ঘেঁষে বেঁচে গেলেও ঘূর্ণিঝড় 'মিধিলি'-র দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। সেই রেশ মেলাতে না মেলাতেই এবার 'মিগজাউম'-র আশঙ্কা করছেন অনেকে। এখনও পর্যন্ত অবশ্য তার সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। আপাতত যা জানা যাচ্ছে, তাতে তাইল্যান্ড উপসাগরে এটি তৈরি হতে পারে। আগামীকালের পর, এটির আন্দামান সাগরে ঢোকার সম্ভাবনা রয়েছে। আবহবিদদের পর্যবেক্ষণ, তাইল্যান্ড উপসাগর ও মলয় উপদ্বীপ অঞ্চলে তৈরি এই ধরনের 'নিরক্ষীয় ঝঞ্ঝা' সাগরপথে অনেক দূর পাড়ি দিচ্ছে। সেই হিসেব কষে অনেকের আশঙ্কা, এবার হয়তো এই  'নিরক্ষীয় ঝঞ্ঝা' ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। 


নামকরণ ও উৎপত্তি...
ঘূর্ণিঝড়ের চেহারা নিলে এই 'নিরক্ষীয় ঝঞ্ঝা' -র নাম হবে 'মিগজাউম'। এবার নাম রেখেছে মায়ানমার। আপাতত তার অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে। তবে যে কোনও মুহূর্তে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ঘুরে যেতে পারে, বলে মনে করছেন আবহবিদদের কেউ কেউ। এর ফলে কলকাতা-সহ বঙ্গে বৃষ্টি হলেও তাতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা একরকম নেই বললেই চলে। সুতরাং এখনই চিন্তার কোনও কারণ নেই। তবে বর্ষা-পরবর্তী সময়ে সার্বিক ভাবে ভারত মহাসাগর ও নির্দিষ্ট ভাবে বঙ্গোপসাগরে যে ভাবে ঘূর্ণিঝড় দানা বাধছে, তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন আবহাওয়া বিশেষজ্ঞরা। 'মিগজাউম' যদি তৈরি হয়, তা হলে হিসেব মতো তা ভারত মহাসাগরে তৈরি ষষ্ঠ ঘূর্ণিঝড় হবে। বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই সংখ্যা ৪। তবে কি ক্রমেই 'ব্যতিব্যস্ত' হয়ে উঠছে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর? আপাতত সেটিই বুঝতে চান তাঁরা।


 


আরও পড়ুন:জরুরি পরিস্থিতি মোকাবিলায় তৈরি ভারত, চিনের সংক্রমণ ছবি মাথায় রেখে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক