আশাবুল হোসেন ও শুভেন্দু ভট্টাচার্য, মালবাজার: মালবাজারে (Malbazar) স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। দশমীর রাতে মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বানে মৃত্যু হয় ৮ জনের। মৃতদের পরিবারের সদস্যদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি যান তপন অধিকারীর বাড়িতে। পরে যান শুভাশিস লাহার বাড়িতে। 


স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর: দশমীর রাতে দুর্যোগ। বিসর্জনে বিভীষিকা। প্রতিমার সঙ্গে প্রাণের বিসর্জন। চোখের নিমেষে, আনন্দ বদলে গিয়েছিল হাহাকারে। বিসর্জন দেখতে, মাল নদীর পাড়ে ভিড় করেছিলেন কাতারে কাতারে স্থানীয় বাসিন্দা। অনেকে নদীখাতেও নেমে যান। এর মধ্যেই আচমকা ফুঁসে ওঠে মাল নদী। নদীখাত দিয়ে হুড়মুড়িয়ে জল আসতে শুরু করে। কেউ কিছু বোঝার আগে, জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় অনেককে। অনেকে বাঁচার জন্য পাশের লোককে আঁকড়ে ধরেন। ফলে ভেসে যান তাঁরাও। কেউ কেউ কোনওমতে দড়ি ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। অনেকে তা-ও পারেননি। তাদের ভাসিয়ে নিয়ে চলে যায় ততক্ষণে রুদ্রমূর্তি ধারণ করা মাল নদী। বিসর্জন দেখতে এসে, জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ৮ জনের। সেই ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


কী বললেন মুখ্যমন্ত্রী? আজই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "প্রশাসনিক স্তর থেকে স্থানীয় মানুষ, বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর উদ্ধার কাজ করেছেন। তাই ৪৫০ জনকে বাঁচানো গিয়েছে। আমি তাঁদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে পাড়ার ছেলেমেয়েরা এগিয়ে এলে আমরা প্রাণ রক্ষা করতে পারি।'' 


হড়পা বানে আহত ও নিহতদের পরিবারের জন্য আগেই আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য। PMO-র তরফে ট্যুইটারে লেখা হয়, “দুর্গাপুজোর আনন্দোত্‍সবের মধ্যেই জলপাইগুড়ির দুর্ঘটনায় মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।’’ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা করে তিনি জানান, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’’ 


আরও পড়ুন: Manik Bhattacharya Update: টেট দুর্নীতির অভিযোগে ধৃত মানিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির হলফনামা