রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জালে আটকে বৃহৎ আকারের পাইথন উদ্ধার ধূপগুড়িতে (Dhupguri)। খাবারের লোভে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে জালে আটকা পড়ে প্রায় ১৩ ফুট লম্বা অজগর সাপ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ির পূর্ব মাগুর্মারি এলাকায়।


ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পূর্ব মাগুর্মারি এলাকায়, আজ সকালে গ্রামবাসীরা প্রথমে বেগুন ক্ষেতের পাশে জালের মধ্যে অজগর সাপটিকে আটকে থাকতে দেখতে পায়, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। খবর চাউর হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। খবর দেওয়া হয় বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অরগানাইজেশনের সদস্যদের। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বহু প্রচেষ্টার পর জাল কেটে সেই অজগর সাপটিকে উদ্ধার করেন তারা। দীর্ঘক্ষণ জলের মধ্যে আটকে থাকা হলে ক্ষত সৃষ্টি হয়েছে সাপের গায়ে।গ্রামবাসীরা জানান, পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে মাঝেমধ্যেই অজগরটি হাঁস, মুরগি খাওয়ার লোভে গ্রামে ঢুকে পড়ে।অবশেষে অজগর সাপ টিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আতঙ্ক মুক্ত হয় ওই এলাকা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে অজগর সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। 


প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও এমন ঘটনা ঘটেছে।  মুরগি খেতে এসে জালে আটকে পরলো অজগর ( Python  in Dhupguri)। জাল কেটে বিশাল আকারের অজগর উদ্ধার করল বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মল্লিকশোভা গ্রামে। সাকোয়াঝোরা ২ নং গ্রামপঞ্চায়েতের মল্লিক শোভা গ্রামের বাসিন্দা তিন্ময় রায়ের মুরগী ফার্মে লাগানো জালে অজগর সাপটিকে আটকে থাকতে দেখেন গ্রামবাসীরা। সাপ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় বন কর্মীদের। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাখালি অফিসের বনকর্মীরা। তারাই জাল কেটে উদ্ধার করেন সাপটিকে। জানা গিয়েছে, অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। এদিকে অজগর সাপ উদ্ধার হওয়ায় খুশি এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন এলাকাবাসী। তবে জালে সাপ ধরার ঘটনা এই প্রথমবার নয়, আগেও ঘটেছে এমন ঘটনা। সেবার ঘটেছিল দুর্গাপুরে।


আরও পড়ুন, নিয়োগে দুর্নীতি ইস্য়ুতে কবিগানে প্রতিবাদ, ধর্মতলায় চাকরি প্রার্থীদের ধর্না


দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। এরপর জাল তুলতে গিয়ে চোখ কপালে সবার।   তবে এতে শুধু কৌতূহল নয়,  আতঙ্কও ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল।  ভাল মাছের আশাতেই জালা ফেলা হয়েছিল দামোদর নদে। এদিকে ভোর ভোর জালে টানা আসায় প্রথমে বড় মাছ উঠেছে মনে হয় বলেই টান দেওয়া হয়। এদিকে ততক্ষণ জালে লাফালাফি করছে কী , এতই বা শক্তিশালী কোন মাছ, মাথায় যখন প্রশ্নের ভিড, তখনই নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে ওঠে সবাই।