ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ , রঞ্জিৎ সাউ, কলকাতা : সম্প্রতি পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর ভ্যাট মন্তব্য নিয়ে আলোচনা চলছেই। এ বছরের প্রথম পুজো উদ্বোধনে গিয়ে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সামনেই, আবর্জনার দুর্গন্ধ  নিয়ে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।


 সতর্ক থাকার আশ্বাস
বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে চলে আসার পর, তার দায় নিয়ে, সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন মেয়র।  যদিও, বিরোধীরা এনিয়ে কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি। 


ভ্যাটের গাড়ি বিতর্ক
সেদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' ভ্যাটের গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে। কী গন্ধ বেরোচ্ছে! ' দমকলমন্ত্রী সুজিত বসু সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ওটা সরাতে বলো । তৃণমূল  কাউন্সিলর বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কোনখানে?
দমকলমন্ত্রী বলেন, ঢোকার মুখে দাঁড়িয়েছে। বাণীব্রত আবার জিগ্যেস করেন, এইখানে? স্বয়ং মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ করার পর, দায় এড়াননি কৃষ্ণাও। এনিয়ে সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন তিনিও। মেয়র কৃষ্ণা চক্রবর্তী  বলেন, ‘‘দিদি যখন গন্ধ পেয়েছেন তখন নিশ্চয়ই ওখানে কিছু ছিল।’


আমরা তো রোজ পাই : সুকান্ত
তবে বিরোধীরা এই ইস্যু নিয়ে আক্রমণের সুযোগ ছাড়েনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' উনি তো একদিন গন্ধ পেয়েছেন, দুর্গন্ধ। আমরা তো রোজ পাই। '  তিনি আরও বলেন, ' বাংলার মানুষ, যাঁরা ওখানে থাকেন, তাঁরা তো রোজ সেই দুর্গন্ধ সহ্য করে, সেখান দিয়ে, পাশ দিয়ে যাচ্ছেন। এতদিনে তাঁর টনক নড়েছে! তিনি বুঝতে পারছেন, আদৌ তাঁর নেতারা কোনও কাজ করেছেন কি না জনগণের  জন্য।'


কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংয়ের, টালিগঞ্জ সার্কুলার রোডের জমিতে, জঞ্জাল জমে থাকায়, সম্প্রতি তাঁকে নোটিস ধরায় কলকাতা পুরসভা। এবার সল্টলেকে পুজোর উদ্বোধনে গিয়ে সেই আবর্জনা নিয়ে, মুখ্যমন্ত্রীর বিরক্তির মুখে পড়লেন, বিধাননগরের মেয়র। 


বৃহস্পতিবার উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং এবং সল্টলেকে FD ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মানেই বিপুল জনসমাগম।  পুজোর উদ্বোধনের সময় সে কথা মনে করিয়ে অন্যতম উদ্যোক্তা ও দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনারেটকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমার সামনে থেকে পর্দা সরিয়ে, ফুল অর্পণ করেন তিনি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরে সল্টলেকের FD ব্লকের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।


সম্প্রতি দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই উপলক্ষ্যে সরকারি উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয় কলকাতায়। এবার ইউনেস্কোর প্রতিনিধি দল পুজো পরিদর্শন শুরু করেছে ।