বাঁকুড়া: থাপ্পড়ের পর এবার প্রকল্প বিলম্ব হওয়ায় কানমলা দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঁকুড়ার জলপ্রকল্পে আট বছর বিলম্ব হওয়ায় মুখ্যমন্ত্রীর রোষে সরকারি আধিকারিকরা। 'কাজ চলছে বললে আর মেনে নেব না। ২০১৪ সালে শুরু হওয়া প্রকল্প এখনও কেন অসম্পূর্ণ? যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের কানমলা খাওয়া উচিত।' বাঁকুড়ার (Bankura) প্রশাসনিক সভায় মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?


বাঁকুড়ায় প্রশাসনিক সভায় সরকারি আধিকারিকদের নানা কাজ কর্মের হিসেব চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'পাঁচ বছর, চার বছর, অনেক কেস পেন্ডিং পড়ে রয়েছে। এই সমস্ত কিছু এখনই শেষ করতে হবে। আমি এত বোকা নই যে 'প্রোজেক্ট অন প্রোগ্রেস' বললেই আমি সেই প্রজেক্ট আর সার্ভে করব না। বা সবটা মুখ বুজে মেনে নেব। ওয়াটার সাপ্লাই স্কিম রায়পুর ব্লক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। আট বছর ধরে কাজ পড়ে আছে। আপনারা আমাকে দেখাচ্ছেন ২১.২০ কোটি টাকার প্রোজেক্ট। ২০১৪ সালে এই প্রোজেক্ট ঘোষণা করা হয়েছিল। আপনারা আমাকে দেখাচ্ছেন 'প্রোজেক্ট আন্ডার প্রোগ্রেস।' এরপরই সরকারি আধিকারিক বলেন, 'ম্যাম ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ হয়েছে।' সরকারি আধিকারিকের কথা শুনে রেগে যান মুখ্যমন্ত্রী। বলেন, 'না, না। ৮৫ শতাংশ বললে তো আমি শুনব না। আমার প্রোজেক্ট অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে আট বছর ধরে। এ তো কানমলা খাওয়া উচিত সবার কাছে। যে ডিপার্টমেন্ট এগুলো করছে। যারা দায়িত্ব নিয়ে এগুলো করছে। পিএইচকে বলতে পারো না কাজগুলো করার জন্য।' 


আরও পড়ুন - Mamata Banerjee: সভাধিপতিকে জেলাশাসকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে:মমতা বন্দ্য়োপাধ্য়ায়


এর সঙ্গে প্রশাসনিক সভায় বাঁকুড়ায় পর্যটন শিল্পেও জোর দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।। হোম ট্যুরিজমে হোম-স্টে সংক্রান্ত সমস্যার কথা শুনতে গিয়ে আমেরিকায় স্নানের গল্প বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোম-স্টে তে কীভাবে শৌচাগার তৈরি করতে হবে তা নিয়েও দেন পরামর্শ।