কলকাতা: ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। ডেডলাইন দিলেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বকেয়া টাকা না পেলে ২ তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্লকে ব্লকে আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর। 


কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর: একশো দিনের কাজের টাকা নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা নিয়ে দেখা করেছেন খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। এবার রীতিমতো ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এদিনই নয়, এর আগে ২৬ জানুয়ারিও কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আদায়ে রাজভবনের অনুষ্ঠানেও সরব হন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, ৭ দিনের মধ্য়ে বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে।        


এদিন মুখ্যমন্ত্রী বলেন, "১০০ দিনের কাজ ওরা করেনি ২ বছর। টাকা দেয়নি ১ পয়সা। তা সত্ত্বেও ১০০ দিনের কাজ যখন করত, গড়পড়তা ৩৫-৪০ দিন হত। আমি কিন্তু বাংলা, রাজ্য সরকারের পক্ষ থেকে ৪০ শতাংশ, আমি ১০০ দিনের কাজ গরিব লোককে দিয়ে করিয়েছি এবং তারা কিন্তু, প্রতি মাসে মাইনে পায়। আমি ১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। ৭ দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও। বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, ১০০ দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবেন, আমি ১০০ দিনের কাজের টাকা যারা পায়নি, তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব আর ১১ লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও, গ্রামীণ আবাস যাঁদের দেওয়া হয়নি, তাঁদের নিয়ে আমরা একটা মিটিং করব। করে আমি, তারপরে যা বলার বলব। ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।''      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Maheshtala Accident: নাতিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু দাদুর