সৌরভ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরী, কলকাতা : একটা সময়ের পর সামান্য কয়েকজন তৃণমূল নেতা ( TMC ) , বিশেষ করে মন্ত্রীরা জেলের বাইরে থাকবেন। মুখ্যমন্ত্রীও ( Mamata Banerjee )  জেলে থাকতে পারেন। মঙ্গলবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। মিঠুন চক্রবর্তীকে ( Mithun Chakraborty ) পাশে বসিয়ে তিনি দাবি করেন, ' সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রীও জেলে থাকতে পারেন, সেটা যদি হয়, তাহলে নিশ্চিতভাবে এই সরকার পড়ে যাবে।' আগামী বছর পঞ্চায়েত ভোট। তার আগে কি রাজ্য রাজনীতিতে ঝড় উঠবে? বিজেপি ( BJP ) নেতারা কিসের ইঙ্গিত দিচ্ছেন?


এদিনই একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধনে গিয়ে, এজেন্সি নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' সুব্রতদার মতো এত সিনিয়র মানুষকে ওরা ছাড়ল না। জেলে নিয়ে গেল অসম্মান করতে। আমাদেরও অসম্মান করছে '


'যদি সব মন্ত্রীরা জেলে থাকেন, কী করে সরকার চলবে? '


রাজ্যে একের পর এক মামলার তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-ইডি। একে একে হেভিওয়েট গ্রেফতার হচ্ছে আর এই প্রেক্ষাপটেই আরও নেতা-মন্ত্রীর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে কার্যত ভবিষ্যদ্বাণীর সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়। উঠে এল খোদ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গও। BJP র রাজ্য সভাপতি জোর গলায় বলেন, 'একটা সময়ের পর, সামান্য কয়েকজন তৃণমূল নেতা, বিশেষ করে মন্ত্রীরা জেলের বাইরে থাকবেন, বেশিরভাগ জেলে থাকবেন। যদি সব মন্ত্রীরা জেলে থাকেন, কী করে সরকার চলবে? ' 


'দেখতে থাকুন কী হয়' 
বিজেপির তারকা হেভিওয়েট নেতা মিঠুন চক্রবর্তী বলেন, দেখতে থাকুন কী হয়, শুধু এটাই বলব, যে কোনও সময় যা খুশি হতে পারে। এখানেই শেষ নয়, শাণিত ভাষায় একের পর এক আক্রমণ শুরু করেন তিনি। বিজেপির এই কার্যত হুঁশিয়ারির আবহেই মঙ্গলবার একডালিয়া এভারগ্রিনের দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">পুজোর উদ্বোধনে গিয়ে নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


 ' সুব্রতদার বুকে ব্যাথা ওঠে' 
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমায় ববি আসতে আসতে বলল, জেলে গিয়ে সুব্রতদার বুকে ব্যাথা ওঠে। জেলে যখন বুকে ব্যথা ওঠে তখন ববি সুব্রতদাকে বলেছিল, হাসপাতালে গিয়ে ভর্তি হন। কিন্তু সুব্রতদা ববিকে বলেছিলেন… ববি, আমি খুব অসম্মানিত হয়েছি। আমাকে একটা বন্দুক দে। আমি নিজেকে গুলি করে শেষ করব। '


এর আগে প্রাক স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশে একটা বিশেষ প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী - 'কাল যদি আমার বাড়িতে যায়, কী করবেন? রাস্তায় নামবেন তো?' 

একদিকে ইডি সিবিআই তৎপরতা, অন্যদিকে বিভিন্ন মঞ্চ থেকে বিজেপি নেতাদের হুঁশিয়ারি। কোনও বড় ঘটনার আগাম সঙ্কেত কি ? উত্তর দেবে সময়।